নিজস্ব প্রতিবেদন: শর্ট ফিল্মে ফের আন্তর্জাতিক সফলতা পেল বাংলার ছেলে। মেক্সিকান ফিল্ম ফেস্টিভ্যাল (FICMA)-এ ফের জায়গা করে নিল জলপাইগুড়ির ছেলে অভ্রদীপ ঘটকের শর্ট ফিল্ম " আনন্দধারা রি লোডেড "


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সিনেমা জমা পড়ে FICMA-তে। তার মধ্যে এবার ১২ টি শর্ট ফিল্ম কে বেছে নেয় কর্তৃপক্ষ। সেই ১২ টি ফিল্মের মধ্যে রয়েছে অভ্রদীপের ছোট ছবি "আনন্দধারা রি লোডেড"।  শুক্রবার ইমেল করে অভ্রদীপকে এই খবর জানায় কর্তৃপক্ষ।



কয়েকদিন আগে, চিনের তাইওয়ানে আয়োজিত আন্তর্জাতিক শর্ট ফিল্ম প্রতিযোগিতাতেও নির্বাচিত হয় অভ্রদীপের ছবি। সেখানে জমা পড়া ৫০০০ শর্ট ফিল্মের মধ্যে ৬৭ টি শর্ট ফিল্ম বেছে নেওয়া হয়। সেখানেও নাম রয়েছে অভ্রদীপ ঘটকের শর্ট ফিল্ম "আনন্দধারা রি লোডেড "-এর। 



 





তবে এবারই প্রথম নয় গতবছর আই ফোন 4S-এ শ্যুট করে বানানো অভ্রদীপের শর্ট ফিল্ম "টান" মেক্সিকান ফিল্ম ফেস্টিভ্যান (FICMA)-এ জায়গা করে নিয়েছিল।


আরও পড়ুন- ফাঁস হলেন 'মনিকর্নিকা'র কঙ্গনা!