বিদায় বেলায় বাড়ি ফেরার ডাক ব্যোমকেশের
এই কথাটির মধ্যে লুকিয়ে থাকা আবেগ আর গানের মন কেমন করা সুরই হৃদয় ছুঁয়েছে সকলের।
নিজস্ব প্রতিবেদন: ''বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে'', এই ডাকটি বোধহয় প্রায় সকলেরই ভীষণ পরিচিত। বাড়ি থেকে বের হওয়ার সময় একথা কমবেশি সকলকেই আমাদের মায়েদের মুখে শুনতে হয়। তাই এই ডাকটি আমাদের প্রায় সকলেরই হৃদয়ের খুব কাছের, আবার কিছুটা আবেগেরও বটে। আর বিদায় বেলায় একটু অন্যভাবে এই ডাক দিলেন সকলের প্রিয় ব্যোমকেশ বক্সী।
সম্প্রতি মুক্তি পেয়ে 'বিদায় ব্যোমকেশ'-এর গান 'সন্ধে নামার আগে' গানটি। আর এই গানটির এই মন ব্যকুল করা সুর মন ছুঁয়ে গেছে শ্রোতাদের। ইউটিউবে গানটি মুক্তি পেয়েছে ১৪ জুলাই। আর এরই মধ্যে গানটি শুনে ফেলে ১.৬ মিলিয়ান মানুষ। বেশ বোঝা যাচ্ছে ''বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে'' এই কথাটির মধ্যে লুকিয়ে থাকা আবেগ আর গানের মন কেমন করা সুরই হৃদয় ছুঁয়েছে সকলের।
ছবির টিজার শরদিন্দুর রক্তের দাগ, বহ্নিপতঙ্গ, শজারুর কাঁটা, চোরাবালি, কহেন কবি কালিদাস, চিত্রচোরের ঝলক দেখিয়ে পরিচালক দর্শককে সোজা এনে ফেলেছেন ২০১৮র পটভূমিকায় যেখানে দেখা যাচ্ছে ৮০ বছরের বৃদ্ধ ব্যোমকেশকে। যিনি তাঁর ছেলের খোঁজ করতে ব্যর্থ। তার পরপরই দেখা যাচ্ছে ব্যোমকেশ বক্সির নাতি সাত্যকিকে।