বিগ বস ১১-র নতুন প্রোমো, কী ইঙ্গিত দিতে চাইলেন সলমন খান?
ওয়েব ডেস্ক: আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস । তবে এবার বিগ বস সিজন ১১। গত কয়েক সিজন ধরে এই শো সঞ্চালনা করছেন বলিউড ভাইজান সলমন খান । তাঁর সঞ্চালনায় বগ বস –র দর্শকদের খুবই পছন্দের। আর তিনিও দর্শদের সঙ্গে তাঁদের মতো করেই মেলাতে পারদর্শী। সদ্যই দেখানো শুরু হয়েছে বিগ বস ১১-র নতুন প্রোমো । টুইটারে কালার্স টিভি সিইও রাজ নায়েক প্রোমো শেয়ার করেছেন। আর এবারের বিগ বস যে অন্যান্য সিজনের তুলনায় বেশ আলাদা হতে চলেছে তার প্রমাণ পাওয়া গেল প্রোমোতেই। প্রোমোতে কী ইঙ্গিত দিতে চাইলেন সঞ্চালক সলমন খান ? দেখুন প্রোমো।