বান্ধবী জ্যাসলিন সম্পর্কে বিস্ফোরক অনুপ জালোটা, দেখুন ভিডিও
ভাইরাল হয়ে গিয়েছে বসের ঘরের এই ভিডিও
নিজস্ব প্রতিবেদন : ‘নমিনেশন টাস্ক’-এ অনুপ জালোটাকে বন্দি বানিয়ে খেলা শুরু করেন অভিনেত্রী দীপিকা কাকর। অনুপজিকে মুক্ত করতে জ্যাসলিনের চুল কাধ পর্যন্ত কেটে ফেলতে হবে এবং তাঁর সব জামাকাপড় নষ্ট করে দিতে হবে। এমনই দাবি করেছিলেন দীপিকা। যে কাজ শেষ পর্যন্ত করে উঠতে পারেননি জ্যাসলিন। আর তাতেই খেপে গেলেন ভজন ‘সম্রাট’ অনুপ জালোটা।
জামাকাপড়ের মায়া কোনওভাবে ত্যাগ করতে পারেননি জ্যাসলিন। জামাকাপড়ই তো শুধু চাওয়া হয়েছিল, প্রাণ তো দিতে বলা হয়নি। কিন্তু, জ্যাসলিন কোনওভাবে নিজের পোশাকের মায় অত্যাগ করে অনুপজিকে মুক্ত করতে পারেননি। আর তাতেই কষ্ট পান ভজন সম্রাট।
আরও পড়ুন : তনুশ্রীর যৌন হেনস্থা করেছেন নানা? শুনে হেসেই ফেললেন শক্তি কাপুর
জ্যাসলিন কীভাবে ওই কাজ করলেন এবং নিজের পোশাক বাঁচিয়ে গেলেন, অনুপজির মুক্তির বিষয়টি বাদ রেখে, তা নিয়ে প্রশ্ন তোলেন ভজন ‘সম্রাট’। জ্যাসলিনের ব্যবহারে এতটাই কষ্ট পেয়েছেন যে তিনি এই জুটি ভাঙছেন বলে জানান অনুপ জালোটা। শুধু তাই নয়, তিনি সারা রাত জ্যাসলিনের ব্যবহার নিয়ে ভেবেছেন। আর শেষে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান অনুপ। যা শুনে কেঁদে ফেলেন জ্যাসলিন।
দেখুন সেই ভিডিও...
অনুপজি বলেন, বিগ বসের ঘরে এবার থেকে একা খেলবেন তিনি। জ্যাসলিনের সঙ্গে জুটি বেঁধে তিনি আর এই শো-এ থাকবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন অনুপ জালোটা। শুধু তাই নয়, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তা কেউ আর পরিবর্তন করতে পারবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন অনুপ জালোটা। কিন্তু, জ্যাসলিনের সঙ্গে জুটি ভাঙলে, অনুপজি এবার নতুন করে কার সঙ্গে জুটি বাঁধবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
আরও পড়ুন : গোলাপী বিকিনিতে জ্যাসলিন, কী করলেন অনুপ জালোটা, দেখুন ভিডিও
এদিকে জ্যাসলিন মাথারুর সঙ্গে অনুপ জালোটার সম্পর্ক কিছুতেই মেনে নেবেন না বলে ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিগ বস প্রতিযোগীর বাবা কেশর মাথারু। জ্যাসলিন কীভাবে অনুপজির সঙ্গে সম্পর্ক তৈরি করলেন, তা বুঝে উঠতে পারছেন না বলেও জানানা কেশর মাথারু। পাশাপাশি বসের ঘর থেকে বেরোলেই এ বিষয়ে মেয়ের সঙ্গে কথা বলবেন বলেও জানান জ্যাসলিনের বাবা কেশর মাথারু।
জ্যাসলিনের এই কীর্তিতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবরা তাঁদের বার বার ফোন করে এ বিষয়ে জানতে চাইছেন। যা নিয়ে গোটা মাথারু পরিবার অত্যন্ত বিরক্ত বলেও জানান জ্যাসলিনের বাবা কেশর মাথারু।