নিজস্ব প্রতিবেদন : বিগ বস ১১-র শিরোপা মাথায় উঠেছে তাঁর। বিকাশ গুপ্তার সঙ্গে শত্রুতা, হিনা খানের সঙ্গে ঝগড়া এবং শেষ পর্যন্ত সলমন খানের রিয়েলিটি শো থেকে জয়ের মুকুট মাথায় পরে তবেই বসের ঘর থেকে বের হন। বুঝতেই পারছেন অভিনেত্রী শিল্পা শিন্দের কথাই বলা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এবং সমালোচনার মুখে পড়লেন 'ভাবিজি ঘর পর হ্যায়'-এর প্রাক্তন অঙ্গুরি ভাবি।
সম্প্রতি বিগ বস ১২-এর ঘরে যান শিল্পা। বিকাশ গুপ্তার সঙ্গে সেখানে হাজির হন তিনি। বসের ঘরে গিয়ে শ্রীসন্থের পক্ষ নিয়ে কথা বলা শুরু করেন এই অভিনেত্রী। কিন্তু, এই পর্যন্ত সব ঠিকই ছিল। বসের ঘর থেকে বের হওয়ার পর শ্রীসন্থের পক্ষে মুখ খুলে কড়া সমালোচনার মুখে পড়েন শিল্পা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : রাজকীয়ভাবে 'দুলহানিয়া'-র কাছে পৌঁছলেন রণবীর, দেখুন ভিডিও
ঘটনা হল, সম্প্রতি অসময়ে ঘুমিয়ে বিগ বসের শাস্তির মুখে পড়েন ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীসন্থ। বিগ বসের ঘরে অসময়ে কেন ঘুমোচ্ছেন, সেই প্রশ্ন তুলে ঘরের ক্যাপ্টেন করণবীর তাঁকে শাস্তির জন্য মনোনিত করেন। ক্যাপ্টেনের কথা অনুযায়ী শ্রীসন্থকে বাসন মাজার নির্দেশ দেয় বিগ বস। যা নিয়ে খেপে যান ভারতের প্রাক্তন ক্রিকেটার।
বিগ বসের ঘরে বাসন মাজতে গিয়ে তাঁর তিহার জেলে থাকার সময়ের কথা মনে পড়ে যাচ্ছিল। শুধু তাই নয়, তাঁর বাবা-মা এই দৃশ্য দেখে কষ্ট পাবেন বলেও মন্তব্য করেন শ্রীসন্থ। ক্যামেরার সামনে তাঁর চোখে জলও এসে যায়। শ্রী-র কান্না দেখে তাঁর পাশে দাঁড়ান শিল্পা শিন্দে।


আরও পড়ুন : লুকোচুরির দিন শেষ, মা হচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী
তিনি বলেন, শ্রীসন্থকে যেভাবে শাস্তির মুখে পড়তে হয়েছে, তা একেবারেই অনুচিত। পাশাপাশি ওই ঘটনায় করণবীর ভোরার সমালোচনাও করেন শিল্পা। এরপরই নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি বড়সড় স্টেটাসও শেয়ার করেন বসেন এই অভিনেত্রী।


আরও পড়ুন : সইফকে নিয়ে করিনার সঙ্গে কাড়াকাড়ি করছেন মেয়ে সারা?
শ্রীসন্থের ভুলের জন্য তিনি শাস্তি পেয়েছেন। তার জন্য শিল্পা কেন তাঁর পাশে দাঁড়াচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ। শুধু তাই নয়, বিগ বসের ঘরে গিয়ে বিকাশ গুপ্তার সঙ্গে ঝগড়া, করণবীরের বিরুদ্ধে আলটপকা মন্তব্য করে শিল্পা ফের ক্যামেরার সামনে আসতে চাইছেন বলেও কটাক্ষ করা হয়। শুধু তাই নয়, বর্তমানে কোনও কাজ হাতে নেই শিল্পার। আর সেই কারণেই এই ধরনের আচরণ তিনি শুরু করেছেন বলেও করা হয় কটাক্ষ। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি শিল্পা শিন্দেকে।