বিগ বসে এক বিছানায় নারী-পুরুষ, রিপোর্ট চাইল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক
এবিষয়ে কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠিও লিখেছেন গাজিয়াবাদের ওই বিধায়ক।
নিজস্ব প্রতিবেদন: ফের বিপাকে সলমন খানের বিতর্কিত শো বিগ বস-১৩। অশ্লীলতার অভিযোগ এনে বিগ বস-১৩ শোটি নিষিদ্ধ করার দাবি তুললেন গাজিয়াবাদের বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুজ্জর। এবিষয়ে কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠিও লিখেছেন গাজিয়াবাদের ওই বিধায়ক। তাঁর অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যেই শোয়ের নির্মাতাদের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রক।
চিঠিতে বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুজ্জর লিখেছেন, ''এই শোটি ভারতীয় সংস্কৃতির বিরোধী। বিশেষকরে এই শোতে যে ঘনিষ্ঠ দৃশ্যগুলি তুলে ধরা হয় তা অত্যন্ত আপত্তিকর। বিশেষ করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যেভাবে বিছানা ভাগ করে নেন তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছেন অন্যদিকে এধরনের শো ভারতীয় সংস্কৃতিকে অপমান করছে।''
তবে শুধু বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুজ্জরই নন, বিগ বস ১৩ শোটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলে এই শো নিষিদ্ধ করার দাবি তুলেছেন উত্তর প্রদেশের নব নির্মাণ সেনা প্রধান। তাঁর কথায়, যতক্ষণ না এই শো বন্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তিনি কোনও খাবার খাবেন না। তবে বিগ বস-১৩ শোয়ের বিরুদ্ধে এই অভিযোগের ক্ষেত্র এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয় নি কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রক।