নিজস্ব প্রতিবেদন: ​আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিগ বস। বসের ঘরের ১৪ নম্বর সিজনে এবার হচ্ছেন স্বঘোষিত গুরু রাধে মা! এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে রিয়্যালিটি শোয়ের একটি প্রমো থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখুন...



ভিডিয়োতে রাধে মা-র কয়েক ঝলক দেখা গিয়েছে। পাশাপাশি বিতর্কিত গুরুর ত্রিশুলের ঝলকও দেখা যায় ওই ভিডিয়োতে। যা সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস বাড়তে শুরু করেছে। রাধে মা-র পাশাপাশি জনপ্রিয় গায়ক কুমার শানুর ছেলেও আসছেন বলে খবর।


এদিকে এবারের সিজনের জন্য সলমন খানের সঙ্গে ৪৫০ থেকে ৪৮০ কোটির রফা হয়েছে বলে খবর। তবে লকডাউনের প্রভাবে পে-কাটের জেরে বিগ বসের প্রত্যেক কর্মী যাতে সময় তো বেতন পান, সে বিষয়ে নিজে থেকে উদ্যোগ নিয়েছেন সলমন খান। পাশাপাশি তাঁর বেতনের কথা আগে না ভেবে, কর্মীদের উপযুক্ত সময়ে বেতন দেওয়া হোক বলে স্পষ্ট জানান সলমন খান।