বিগ বস ঘিরে অশ্লীলতার অভিযোগ, শো বয়কটের ডাক নেটিজেনদের
সলমনের এই শো বয়কটেরও ডাক দিয়েছেন কিছু নেট নাগরিক।
নিজস্ব প্রতিবেদন : 'বিগ বস' শুরু মানেই বিতর্কের শুরু। বরাবরই জনপ্রিয়তা ও বিতর্ককে পাশাপাশি নিয়েই এগিয়েছে বিগ বস। আর এবারেও তার অন্যথা হল না। শোয়ের একটি খেলা ঘিরে 'বিগ বস' শোটিকেই 'অশালীন' বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা। সলমনের এই শো বয়কটেরও ডাক দিয়েছেন কিছু নেট নাগরিক।
ঠিক কী ঘটেছে?
বিগ বস ১৪- এর শোয়ের শুরু থেকেই জুড়েছে নতুন বেশকিছু খেলা। যার মধ্যে একটি খেলায় গতবারের বিজেতা সিদ্ধার্থ শুক্লার মন জয় করার কথা বলা হয় এবারের মহিলা প্রতিযোগীদের। আর এই খেলায় যিনি জয়ী হবেন, তাঁকে দেখা হবে 'ইমিউনিটি'। যার অর্থ, বিজেতাকে শো থেকে কেউ বের করতে পারবেন না। খেলার অঙ্গ হিসাবে শরীরী আবেদনে সিদ্ধার্থ শুক্লার মন জয় করার চেষ্টা করেন পবিত্রা পুনিয়া, রুবিনা দিলায়েক, জাসমিন ভাসিন ও নিক্কি তাম্বোলি। খেলার মধ্যে প্রতিযোগীদের একে অপরের গায়ে জল ছুড়তেও দেখা যায়। শোয়ের প্রমোতে উঠে এসেছে খেলার ভিডিয়োটি।
আরও পড়ুন-শীঘ্রই আসবে সুখবর, তার আগে 'বেবি বাম্প' নিয়ে স্বামী কুণালের সঙ্গে ফটোশ্যুটে পূজা
এদিকে বিগ বস-১৪ এর প্রতিযোগী নিশান্ত সিং মালখানির বিকিনি পরে বিগ বসের ঘরে ঘোরার ভিডিয়োও ভাইরাল হয়েছে।
আরও পড়ুন-টি-শার্টের উপর বিকিনি পরে Bigg Boss 14 এর বাড়িতে ঘুরলেন নিশান্ত সিং মালখানি