নিজস্ব প্রতিবেদন : বিগ বসের (Big Boss) প্রাক্তন প্রতিযোগী জয়শ্রী রামাইয়ার মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়াল। ঘর থেকেই উদ্ধার করা হয় জয়শ্রীর মৃতদেহ। জয়শ্রীর মৃত্যুর খবর পাওয়ার পরপরই শোক প্রকাশ করেন দক্ষিণী সিনেমা জগতের একাধিক তারকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত মাসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে মানসিক অবসাদ (Depression) নিয়ে স্টেটাস শেয়ার করতে দেখা যায় জয়শ্রী রামাইয়াকে। মানসিক অবসাদ নিয়ে খোলামেলা আলোচনাও করতে দেখা যায় কর্নাটকের এই অভিনেত্রীকে। গত বছর জুলাই মাসে জয়শ্রী মানসিক অবসাদের ওই পোস্ট শেয়ার করে সবাইকে 'গুডবাই' জানান। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়ে যায়। যদিও তাঁকে নিয়ে আলোচনা শুরু হতেই নিজের পোস্ট মুছে ফেলেন জয়শ্রী। ওই পোস্ট মুছে ফেলে, তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেও স্পষ্ট জানান ওই অভিনেত্রী (Actor)।


আরও পড়ুন  : অন্তঃসত্ত্বা Kareena-র যোগ, ভাইরাল নায়িকার ফটোশ্যুট


গত বছর জুলাই মাসে ওই পোস্ট করার পর তা মুছে ফেলার পরও কীভাবে জয়শ্রীর মৃত্যুর ঘটনা ঘটল, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও অভিনেত্রীর পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।