জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর একুশের মার্কিনি গায়িকা বিলি আইলিশ (Billie Eilish) এই মুহূর্তে অত্য়ন্ত জনপ্রিয়। টিনেজ শ্রোতাদের হৃদয় থাকেন তিনি। বিলি সম্প্রতি নিজের সম্বন্ধে এক চাঞ্চল্য়কর কথা বললেন। তিনি বলেছেন, নারীদের প্রতিই তিনি আকৃষ্ট। গত শনিবার ভ্যারাইটি ম্য়াগাজিনের বার্ষিক অনুষ্ঠানে বিলি হাজির ছিলেন। তিনি বলেছেন, 'আমি এটা উপলব্ধিই করতে পারিনি যে, মানুষজন জানে না আমার মেয়েদের প্রতি আসক্তির কথা। সত্যিই আমার বিশ্বাস হয়নি। আমি ভাবি, কেন আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা মানে যারা শুধুই মেয়েদের ভালোবাসি। ওহহ... এটা নিয়ে কথা বলতে কিছুটা নার্ভাসও লাগছে। তবে আমি মেয়েদের জন্য়ই।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: KIFF 2023: শতবর্ষে যাঁদের সম্মাননা, তাঁদের চেনেন?


অতীতে বিলি ভ্যারাইটি ম্য়াগাজিনের পাওয়ার অফ উইমেন ইস্যুতেও মহিলাদের ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি জানান, 'আগে আমি কখনই বুঝিনি যে, আমি মেয়েদের সঙ্গে এত ভালো নিজেকে মেলাতে পারব। আমি মেয়েদের প্রচণ্ড ভালোবাসি। মানুষ হিসেবে তাদের ভালোবাসি। বাস্তবেই তাদের প্রতি আকৃষ্ট। মেয়েদের সঙ্গে আমার জীবনের গভীর যোগ রয়েছে। আমার বান্ধবী থেকে শুরু করে পরিবার। শারীরিক ভাবেও আমি নারীদের প্রতিই আকৃষ্ট। তবে তাদের সৌন্দর্য এবং উপস্থিতিতে আমি আবার ভীত!'


গত মাসেও এক অনুষ্ঠানে বিলি কথা বলেছিলেন তাঁর নারীত্ব নিয়ে। তিনি বলেছিলেন, 'আমার জীবনের অনেকটা সময় আমি এটা ভেবে কাটিয়েছি যে, আমি একজন মহিলা হওয়ার যোগ্য নয়৷ কয়েক বছর ধরে সেই নিরাপত্তাহীনতায় ভুগেছি। আমার মনে হত, আমি অন্য মেয়েদের মতো নই কারণ আমি এটা করি না, সেটা করি না। এই নিয়ে সেই সময়ের আমি খুব বিরক্তও হয়েছিলাম। কারণ আমি অন্য মেয়েদের মতো হতে অনেক বেশি আগ্রহী ছিলাম। কারণ অন্য মেয়েদের মতো শারীরিক গঠন আমার ছিল না। মনের মধ্য়ে নারীবিদ্বেষও পুষে রাখতাম। এমন জায়গায় থেকে বেরিয়ে আসতে পেরেছি। এই মুহুর্তে একজন মহিলা হতে পেরে খুবই কৃতজ্ঞ এবং গর্বিত'। বিলি কোথাও বুঝিয়ে দিলেন যে, তিনি তাঁর নারীত্ব এবং নারীসঙ্গ পুরোপুরি উপভোগ করছেন এখন।


আরও পড়ুন: Taylor Swift: এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কোর্সও টেলর সুইফটকে নিয়ে!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)