ওয়েব ডেস্ক: শুরু থেকেই তাঁদের সম্পর্ক না পসন্দ ছিল দুই পরিবারেরই। বিয়েতেও একেবারেই মত ছিল না। তবে সব বাধা কাটিয়ে অবশেষে চার হাত এক হতে চলেছে বিপাশা-করণের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাত্র করণ সিং গ্রোভার। ২ বারের ডিভোর্সি। এমন পাত্রকে মোটেই জামাই হিসেবে পছন্দ ছিল না পাত্রী বিপাশা বসুর মায়ের। আবার এদিকেও একই অবস্থা। অতীতে জন আব্রাহাম ও দিনো মোরিয়ার সঙ্গে লিভ টুগেদারের কথাও পছন্দ হয়নি করণের পরিবারের। পুত্রবধু যতই বলিউড ডিভা হোন না কেন, ছেলের জন্য লিভ টুগেদার করা মেয়ে একেবারেই পছন্দ নয়। তাই বিয়ের কথা উঠতেই শুরুতেই আবেদন খারিজ হয়ে যায়। তবে যাই হোক না কেন, মিঞা বিবি রাজী তো কেয়া করেগা কাজী! শেষ পর্যন্ত জয় হল প্রেমেরই।


সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে আর দেরী নয়, আগামী ৩০ এপ্রিলই বিয়েটা সেরে ফেলছেন বিপাশা-করণ। ওঁদের নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল। আর প্রার্থনা শুধু এটাই আর যেন কোনও বাধা না আসে।