ওয়েব ডেস্ক: বলিউডের লাভ-বার্ডস। বিপাশা বসু আর করণ সিং গ্রোভার। তাঁদের প্রেমকাহিনী বহু চর্চিত এবং সারাক্ষণ লোকের মুখে মুখে ফিরছে। চুটিতে প্রেম করার পর কয়েক মাস আগে সাত পাকে বাঁধা পড়েছেন তাঁরা। অনেক প্রতিকূলতার পর তাঁরা একে অপরের সঙ্গে মিলিত হতে পেরেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নিজের বেলায় বুঢ্ঢা হোগা তেরা বাপ, আর বাড়ির ধন্যি মেয়েরা বিয়ের পর থেকে যাক অন্তরালে!


সদ্যই দুর্গাপুজো গেল। বাঙালি বিপাশা বসু তাঁর অবাঙালি স্বামীকে প্রথমবার দুর্গাপুজো দেখালেন। প্রচুর মজাও করলেন। কিন্তু তাঁদের উত্‌সবের মরশুম শেষ হয়ে যায়নি। সম্প্রতি তাঁরা দুজনে ‘হট’ ফোটোশ্যুটও করলেন। ইনস্টাগ্রামে সেই ফোটোশ্যুটের ছবিও পোস্ট করেছেন তাঁরা। শুধু তাই নয়, বিপাশা বসু ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করার সময় লিখেছেন, ‘working with my love @iamksgofficial makes work even more fun..’ তাহলেই ভাবুন, বিপস-করণের প্রেম এখন ঠিক কতটা রোম্যান্টিক পর্যায়ে রয়েছে।