`আমার ভালবাসা সব সময় সলমনের সঙ্গে রয়েছে`, কৃষ্ণসার হত্যা মামলার রায় নিয়ে বললেন রানি
মামলা নিয়ে বহু টালবাহানার পর, সলমনের আইনজীবী এইচ এম সারাস্বত অভিযোগ করেন, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে তাঁর মক্কেলকে।
নিজস্ব প্রতিবেদন : কৃষ্ণসার হত্যা মামলায় বৃসস্পতিবার রায় ঘোষণা করবে যোধপুর আদলত। যা নিয়ে ইতিমধ্যেই তুমুল জল্পনা শুরু হয়েছে। কিন্তু, রায় যাই হোক না কেন, তাঁর ভালবাসা সব সময় সলমন খানের সঙ্গে রয়েছে। কৃষ্ণসার হরিণ শিকার মামলা নিয়ে এমনই মন্তব্য করেন রানি মুখোপাধ্যায়।
সলমন খানের পাশাপাশি কৃষ্ণসার হরিণ শিকার মামলায় আজ ভাগ্য নির্ধারণ হবে সইফ আলি খান, তব্বু, সোনালী বেন্দ্রে এবং নীলমের। যদিও যোধপুরে পৌঁছনোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি সেলিব্রিটিরা।
আরও পড়ুন : কৃষ্ণসার হত্যা মামলায় আজ রায় ঘোষণা, ভাগ্য নির্ধারণ সলমন, সইফের
এদিকে এই মামলা নিয়ে বহু টালবাহানার পর, সলমনের আইনজীবী এইচ এম সারাস্বত অভিযোগ করেন, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে তাঁর মক্কেলকে। চলতি বছরের ৪ জানুয়ারি যোধপুর আদালতে ওই অভিযোগ করেন সারাস্বত। পাশাপাশি কৃষ্ণসার হত্যা মামলায় সাক্ষীরা মিথ্যে বয়ান দিয়েছিলেন বলেও দাবি করা হয় সলমনের আইনজীবীর তরফে।