নিজস্ব প্রতিবেদন : জামিন পেলেন না সলমন খান। শনিবার পর্যন্ত স্থগিত হয়ে গেল জামিনের আবেদন মামলার শুনানি। রায় দেওয়া হতে পারে আগামী কাল। অর্থাত, হরিণ শিকার মামলায় জামিন পাবেন কি না সলমন খান, তার জন্য অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার সকাল সাড়ে দশটায় সলমন খানের জামিনের আবেদনের শুনানি শুরু হয় সলমনের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী শেরার সঙ্গে আদালতে হাজির হন অভিনেতা দুই বোন আলভিরা এবং অর্পিতা কিন্তু, শুনানি শুরু হওয়ার পর পরই চাঞ্চল্যকর অভিযোগ করলেন সলমন খানের আইনজীবী মহেশ ভোরা


আরও পড়ুন : শুধু সলমন নন, কৃষ্ণসার শিকার করেছিলেন সইফের বাবা মনসুর আলি খান পতৌদিও


তিনি অভিযোগ করেন, সলমন খানের জামিনের আবেদনের শুনানির সময় যাতে তিনি হাজির না হন, তার জন্য হুমকি দেওয়া হয় তাঁকে পাশাপাশি মহেশ ভোরাকে হুমকি দিয়ে এসএমএসও পাঠানো হয় বলে অভিযোগ


এদিকে সলমন খানের নিরাপত্তার জন্য যোধপুর সেন্ট্রাল জেলের ২ নম্বর ব্যারাক মুড়ে ফেলা হয় বৃহস্পতিবার রাতে সলমন খানের সঙ্গী ছিলেন ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু