নিজস্ব প্রতিবেদন : কৃষ্ণসার হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ড সলমন খানের। বলিউড ‘ভাইজান’-এর সাজা ঘোষণা হওয়ার পরই আশঙ্কার মেঘ বলিউডে। কিন্তু জানেন কি কৃষ্ণসার হরিণ দেখে গুলি চালাতে কে সলমনকে উত্সাহ দিয়েছিলেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : কৃষ্ণসার হত্যা মামলার সাজা, ৫ বছরের কারদণ্ড সলমনের


রিপোর্টে প্রকাশ, ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরের কঙ্কনি গ্রামে যখন শিকারে বের হন সলমন খান, সেই সময় তাঁর সঙ্গে ছিলেন সইফ আলি খান, তব্বু, নীলম এবং সোনালী বেন্দ্রে। কিন্তু, কৃষ্ণসার দেখে সলমনকে গুলি চালাতে উত্সাহ দেন তব্বু। এরপরই ‘হাম সাথ সাথ হ্যায়’-র শুটিং চলাকালীন সলমন খানদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রায় ২০ বছর পর কৃষ্ণসার হত্যা মামলার সাজা ঘোষণা করল যোধপুর আদালত।


আরও পড়ুন : যোধপুরে পৌঁছে মেজাজ হারালেন সইফ আলি খান


এদিকে কৃষ্ণসার হত্যা মামলায় সলমন খানের সাজা ঘোষণা করা হলেও, বেকসুর খালাস পান সইফ আলি খান, তব্বু, নীলম এবং সোনালী বেন্দ্রেরা।