ওয়েব ডেস্ক: খুব শীঘ্রই মুক্তি পাবে ববি দেওলের ‘পোস্টার বয়েজ’ ছবিটি। তার আগে ববি দেওল নিজেই একটি সাক্ষাত্কারে জানালেন এক গোপন কথা। তিনি নাকি বচ্চন পরিবারের এক সদস্যের ছবি সঙ্গে নিয়ে ঘুরতেন! জানেন ববি দেওল কার ছবি সঙ্গে নিয়ে ঘুরতেন আর কেনই বা এমন করতেন?


বচ্চন পরিবারের সঙ্গে দেওল পরিবারের সম্পর্ক বহু পুরনো। ছোটবেলা থেকেই খুব লাজুক প্রকৃতির ছিলেন ববি দেওল। ‘পোস্টার বয়েজ’ ছবির প্রোমোশনে গিয়েছেন। আর সেখানে সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করেন যে, তিনি যখন ছোটো ছিলেন, তখন তাঁর প্রিয় পোস্টার গার্ল কে ছিলেন? তিনি কী উত্তর দিয়েছিলেন জানেন? উত্তরে ববি দেওল বলেন, ‘যখন আমি ছোটো ছিলাম, তখন জয়া বচ্চনের খুব বড় ভক্ত ছিলাম। শুধু বড় ভক্ত ছিলাম তাই নয়, ছোটোবেলায় ওঁর ছবি সঙ্গে নিয়ে ঘুরতাম। শোলের শ্যুটিংয়ের সময়ে যখন আমায় সেটে থাকতে দেওয়া হয়েছিল, তখন খুব খুশি হয়েছিলাম। কারণ, সেখানে জয়া বচ্চনও থাকতেন। আমিও থাকতাম। সারাক্ষণ সামনে ওঁকে দেখতে পেতাম।’


GRAZIA ম্যাগাজিনের কভারে আরও মোহময়ী ঐশ্বর্য