Srabanti, Shyam Kaushal, Subhrajit Mitra, Prosenjit Chatterjee, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুরনো হোক বা নতুন একাধিক পরিচালকের সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী। এবার সেই তালিকায় নয়া নাম শুভ্রজিৎ মিত্র। অভিযাত্রিকের সাফল্যের পর এবার দেবী চৌধুরানী তৈরি করতে চলেছেন তিনি। দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী। ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। কিছুদিন আগেই স্ক্রিপ্ট রিডিং সেশনে দেখা যায় অভিনেতাকে। এবার স্ক্রিপ্ট হাতে দেখা গেল বলিউডের জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Bipasa Basu: বিপাশার ঘরে লক্ষ্মীর আগমন... শেয়ার করলেন মেয়ের প্রথম ছবি!


জি ২৪ ঘণ্টা ডিজিটালের তরফ থেকে পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওঁর স্ক্রিপ্ট পড়ে খুবই ভালো লেগেছে। ওঁর মনে হয়েছে যে, এই ছবিতে তিনি নিজের অবদান রাখতে পারবেন, তাই এই ছবি করতে রাজি হয়েছেন তিনি।’ জানা যায়, ছবির চিত্রনাট্য এতটাই পছন্দ করেছেন প্রখ্যাত অ্যাকশন ডিরেক্টর যে এই ছবির জন্য নিজের পারিশ্রমিকও কমিয়েছেন তিনি। শুভ্রজিৎ বলেন, ‘আমার মনে আছে, সরস্বতী পুজোর দিন প্রথম ওঁকে ফোন করেছিলাম।’ কোনও বিশেষ কারণে কী এই ছবিতে দরকার ছিল শ্যাম কৌশলকে? পরিচালকের সাফ জবাব, ‘বাজিরাও মস্তানি, পদ্মাবত, মনিকর্নিকা, পিএস ওয়ান, পিএস টু। আর কোনও কারণের দরকার আছে কি? ’



এই সিনেমায় বিশেষ গুরুত্ব পাবে সেই সময়ের সন্ন্যাসী বিদ্রোহ। যা দমন করতে রীতিমতো বেগ পেতে হয়েছিল ব্রিটিশদের। তাই অ্যাকশনের দিকটা মাথায় রেখেই যোগাযোগ করা হয়েছে বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর, ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশলের সঙ্গে। আপাতত চলছে প্রি-প্রোডাকশনের কাজ। বর্ষাকালের পরেই শুরু হবে শ্যুটিং। ডুয়ার্স থেকে শুরু করে পুরুলিয়া, বীরভূম প্রায় গোটা বাংলা জুড়েই শ্যুট করবেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় তৈরি হবে সেট। পরিচালক বলেন, ‘সময়টা ১৭৭০, একটা ইটও নেই আশেপাশে। তাই সেট তৈরি করতেই হবে। আপাতত রোজ স্কাউটিং ও রেকি চলছে। তারমধ্যেই মুম্বই গিয়ে ওঁর সঙ্গে কথা বলে এলাম। যদিও গত দুমাস ধরেই কথা হচ্ছে তবে এবার সব অফিসিয়ালি হল। উনি রাজি হয়েছেন বলেই এতটা এগিয়েছি। শুধু উনি নন, ওঁর গোটা টিম যাঁরা করেছিলেন বাজিরাও মস্তানি, সেই পুরো টিম আসছে কলকাতায়। এখানে ওয়ার্কশপও করাবেন।’


আরও পড়ুন- Salman Khan Viral Video: ‘টাকা থাকলে সব সম্ভব’! শাহরুখের গানে নাচছেন অনন্ত আম্বানি, ব্যাকগ্রাউন্ড ডান্সার সলমান...


বলিউড থেকে আসছেন অ্যাকশন ডিরেক্টর, তাহলে কি অভিনেতা অভিনেত্রীও কেউ থাকবেন মুম্বইয়ের? পরিচালক বলেন, ‘আমার এটাই গোঁ। বাংলার অভিনেতা অভিনেত্রীদের দিয়েই প্যান ইন্ডিয়া ছবি তৈরি করব। এটা নিয়েও আমি প্রযোজকের সঙ্গে সবসময় লড়াই করছি। সবাই বলছে, বোম্বে থেকে নে। কিন্তু আমি নেব না। এটার যা বাজেট আমি বলিউড থেকে লোক নিতেই পারি কিন্তু নেব না। বাংলার অভিনেতা অভিনেত্রীদের দিয়েই করাব, এটা চয়েজ, কম বাজেটের কারণে নয়। যদি মনিরত্নম করতে পারেন যদি কান্তারা তৈরি হতে পারে তাহলে আমরা বাঙালিরা পারব না কেন? আমি ভীষণ প্রো-বাঙালি। টলিউড আমাকে সাপোর্ট করে কি করে না জানি না তবে আমি টলিউডকে সাপোর্ট করি। আমার যখন মুম্বই-দিল্লিতে এই কানেকশনগুলো তৈরি হয়েছে সেগুলো আমি টলিউডে কাজে লাগাব না কেন, নিশ্চয় করব’।