ওয়েব ডেস্ক: বলিউড অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন অদ্ভূত আবদার সম্বন্ধে প্রায়ই শোনা যায়। তাঁরা নাকি খুবই নাক উঁচু, তাঁরা নাকি অভিনয়ের জন্য হাজার একটা বায়না করেন বলে বলিউডের আনাচে কানাচে গুঞ্জনও ওঠে। জানেন কেন তাঁদের নামে এসব গুঞ্জন শোনা যায়? তাঁদের কার কী এমন আবদার রয়েছে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) করিনা কাপুর শুধুমাত্র A গ্রেডের অভিনেতাদের সঙ্গেই কাজ করতে চান।


আরও পড়ুন একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেল হৃত্বিক-সুজানকে! ভাঙা সম্পর্ক কি তাহলে জোড়া লাগল!


২) অক্ষয় কুমার রবিবার কোনও কাজ করেন না।


আরও পড়ুন আমি টিভিতে নতুন সিনেমা দেখতে পারি না, আপনি পারেন তো?


৩) হৃত্বিক রোশনের সঙ্গে সবসময় তাঁর শেফ থাকেন।


৪) অনস্ক্রিন চুম্বনে সোনাক্ষী সিনহার 'না'।


আরও পড়ুন প্রেগনেন্সি নিয়ে বিস্ফোরক করিনা!