ওয়েব ডেস্ক : শিবম তিওয়ারির সঙ্গে গাঁটছড়া বাঁধার পর ভাইরাল হয়েছে রিয়া সেনের ছবি। ওই ছবিতে শিবম তিওয়ারির ঠোঁটে প্রকাশ্যে মিলে গিয়েছে মুনমুন কন্যা রিয়ার ঠোঁট। আর ওই ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। জোর জল্পনাও শুরু হয়। কিন্তু, সেলিব্রিটিদের এভাবে প্রকাশ্যে একে অপরকে চুম্বন এই নতুন নয়। এর আগেও বি টাউনের একাধিক সেলিব্রিটিকে প্রকাশ্যে ঠোঁটে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অবাক লাগছে শুনে? কিন্তু, অমিতাভ বচ্চন থেকে আমির খান কিংবা বিপাশা বসু। বলিউডের একের পর এক সেলিব্রিটিকে একে অপরের ঠোঁটে ছোঁয়া দিতে দেখা গিয়েছে।



২০১৪ সালে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনকে প্রকাশ্যে চুম্বন করতে দেখা যায়।


কফি উইথ করণ-এ স্ত্রী কিরণ রাও-এর সঙ্গে ঠোঁটে ঠোঁট মেলাতে দেখা যায় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে।



২০১৬-র সেপ্টেম্বরে টেলি অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ে হয় বং বিউটি বিপাশা বসুর। বিয়ের পিঁড়ি থেকে শুরু করে হানিমুন কিংবা অন্য কোথাও, করণ-বিপাশার ঠোঁট প্রায়শই মিলে যায় প্রকাশ্যে।



রণবীর সিং এবং দীপিকা পাডুকনের চুম্বনের ছবি ভাইরাল হয়। যদিও রণবীর, দীপিকা, দু’জনেই দাবি করেছেন, ওই ছবিটি নাকি ফটোশপের কারিকুরি।