জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরু হওয়ার আগে থেকেই, একটা কথাই বারবার সকলে বলছিলেন, লিওনেল মেসির (Lionel Messi) হাতে কাপ না উঠলে সম্ভবত 'পোয়েটিক জাস্টিস' হবে না। আর ফুটবল বিধাতা সেটাই করলেন। মেসির মাথায় রাজমুকুট পরিয়ে দিয়েগো মারাদোনার (Diego Maradona) আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করলেন। স্কোরলাইন বলছে রবিবাসরীয় লুসেল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালের ফয়সলা হয়েছে পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে। মেসি ম্য়াজিকে মোহিত সারা বিশ্ব। বলিউড সেলেবরা ডুব দিয়েছেন মেসি মাহাত্ম্যে। তাঁদের সোশ্যাল মিডিয়া একেবারেই মেসিময়। বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) থেকে প্রীতি জিন্টা (Preity G Zinta)। মেসি ঝড়ে আচ্ছন্ন বলিউড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING





 







আরও পড়ুন: কাপ মেসির হাতে, এদিকে গ্যালারির সুন্দরী ক্রমশ উন্মুক্ত করছেন নিজের স্তনভার...


শাহরুখ তাঁর আসন্ন ছবি 'পাঠান'-এর প্রচারের জন্য বেছে নিয়েছিলেন কাপযুদ্ধের ফাইনাল। সম্প্রচারকারী চ্যানেলের হয়ে মুম্বইয়ের স্টুডিয়োতে ছিলেন তিনি। ম্যাচের পর ট্যুইটারে শাহরুখ লেখেন, 'আমরা বিশ্বকাপের সেরা ফাইনাল দেখে ফেললাম। মনে পড়ে ছোট টিভিতে মায়ের সঙ্গে বসে বিশ্বকাপের ফাইনাল দেখতাম। এখন নিজের সন্তানদের সঙ্গে খেলা দেখি। একই উন্মাদনা হয়। মেসিকে ধন্যবাদ। প্রতিভা, কঠোর পরিশ্রম এবং স্বপ্নের ওপর আমাদের সকলের বিশ্বাস জিইয়ে রাখলেন।' কাতারের লুসেল স্টেডিয়ামে কাপযুদ্ধের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ফ্রান্স। ম্যাচের ২৩ মিনিটে মেসি পেনাল্টিতে গোল করে আর্জেন্টিনাকে ১-০ এগিয়ে দেন। আর এই গোলের তিনি লিখে ফেললেন নয়া ইতিহাস। তিনি যা করে ফেললেন, তা এর আগে বিশ্বের কোনও ফুটবলার কখনও করতে পারেননি। ২০২২ বিশ্বকাপের নক-আউট পর্যায়ের প্রতি ম্যাচে গোল করার অনন্য রেকর্ড করে ফেলেলেন এলএম টেন। এর আগে বিশ্বের কোনও ফুটবলার বিশ্বকাপের নক-আউট পর্যায়ের প্রতি ম্যাচে গোল করতে পারেননি। মেসি লিখলেন নয়া ইতিহাস।


 


        
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)