নিজস্ব প্রতিবেদন : ​এনসিবির নজরে এবার করণ জোহরের ধর্মা প্রোডাকশন। মাদক মামলায় উঠে এলে ধর্মা প্রোডাকশনের ডিরেক্টর ক্ষীতিশ প্রসাদের নাম। ইতিমধ্যেই ধর্মা প্রোডাকশনের ওই ডিরেক্টরকে সমন পাঠানো হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে। শুক্রবার মুম্বইয়ের এনসিবি অফিসে ক্ষীতিশ প্রসাদকে হাজিরা দিতে হবে বলে খবর।  দীপিকা পাড়ুকোনের সঙ্গে বসিয়ে ক্ষীতিশ প্রসাদকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে । 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, বর্তমানে দিল্লিতে রয়েছেন ক্ষীতিশ প্রসাদ। মাদক মামলায় নাম জড়ানোর পর তাঁর বাড়িতেও তল্লাসি চালানো হতে পারে বলে খবর। জানা যাচ্ছে, মাদক পাচারকারী করমজিতকে জেরার সময়ই উঠে আসে ক্ষীতিশ প্রসাদের নাম। 


ধর্মা প্রোডাকশনের ডিরেক্টরের পাশাপাশি টেলিভিশনের ৭ জন অভিনেতাকে সমন পাঠানো হয়েছে বলে খবর। টেলি দুনিয়ার ৩০ জনের নাম এনিসিবির তালিকায় রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে । টেলিভিশন জগতের বেশ কয়েকজন পরিচালক, প্রযোজককেও ডাকা হতে পারে বলে খবর।


আরও পড়ুন  : মাদকে আসক্ত ছিলেন, স্বীকার করলেও কেন এনসিবি সমন পাঠাচ্ছে না কঙ্গনাকে! প্রশ্ন নাগমার


এদিকে বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের এনসিবির দফতরে হাজির হন ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাটা। অন্যাদিকে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ গোয়া থেকে চাটার্ড ফ্লাইটে উঠবেন দীপিকা পাড়ুকোন । দেড়টায় রওনা দেওয়ার পর দীপিকা মুম্বইতে এসে পৌঁছবেন দুপুর ২.৩০ নাগাদ । যা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে । গোয়া থেকে মুম্বইতে ফেরার পর শুক্রবার এনসিবির দফতরে হাজির হবেন দীপিকা পাড়ুকোন ।