৪০ পেরিয়েও যারা হিরোয়িন
৪০ এও নায়িকা। হ্যাঁ, নায়িকা হওয়ার জন্য বয়স এখন আর কোনও বাধা নয়। মালাইকা অরোরা, ঐশ্বর্যা রাই, করিশ্মা কাপুর, শিল্পা শেঠি, মাধুরী দীক্ষিতরা নতুন ইতিহাস লিখছেন বলিউডে।
ওয়েব ডেস্ক: ৪০ এও নায়িকা। হ্যাঁ, নায়িকা হওয়ার জন্য বয়স এখন আর কোনও বাধা নয়। মালাইকা অরোরা, ঐশ্বর্যা রাই, করিশ্মা কাপুর, শিল্পা শেঠি, মাধুরী দীক্ষিতরা নতুন ইতিহাস লিখছেন বলিউডে।
মালাইকা অরোরা। বয়স ৪৩। সদ্য ডিভোর্সি। ১৪ বছরের ছেলের মা। কিন্তু নিজেকে এমনভাবে ধরে রেখেছেন, যা সত্যিই যে কোনও ২২-২৫ বছরের কাছে বড় একটা কৌতূহল। প্রতিদিনই জিমের এমন সব ওয়ার্ক আউটের ছবি সোশ্যাল মিডিয়ায় আসছে, যাতে মালাইকার এই অসামান্য তন্বী চেহারার রহস্যময়তা বেড়েই চলেছে। তার ওপর আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর থেকে অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক জল্পনা বাড়িয়েই চলেছে। শোনা যাচ্ছে আবারও বড়পর্দায় ফেরত আসছেন মুন্নি। এখন তাতে তিনি বদনাম হবেন, নাকি সুনাম কুড়োবেন তা অবশ্য সময়ের অপেক্ষা।
ঐশ্বর্যা রাই। কান চলচ্চিত্রোত্সবে যেভাবে বার্বি গাউন পরে পুতুলের মত হাঁটলেন রেড কার্পেটে, তাতে কে বলবে তাঁর বয়স ৪০ ছাড়িয়েছে। মেয়ে আরাধ্যার বয়স পাঁচ। ছবিতে ফিরেছেন বেশ কয়েকবছর আগেই পরিচালক সঞ্জয় গুপ্তার জসবায়। কিন্তু তখনও যেন শরীরটা তৈরি ছিল না। পরের ছবি সরবজিতে তাই অভিনয়েই মন দিতে চেয়েছিলেন। কিন্তু, আসলে তিনি বিশ্বসুন্দরী, মেইনস্ট্রিম নায়িকা। তাই ফেরত এলেন গ্ল্যামার ছড়িয়ে অ্যায় দিল হ্যায় মুশকিল-এ। এসময়ের নায়িকা অনুষ্কা শর্মাও হাঁ করে দেখলেন ঐশ্বর্যার রূপের ছটা।
করিশ্মা কাপুর। বয়স ৪২। প্রাক্তন স্বামী স়ঞ্জীব কাপুরের সঙ্গে ডিভোর্সের পর থেকেই পুরনো সম্পর্ক ঝেড়ে ফেলে আবার যেন সজীব হয়ে উঠেছেন। দুই সন্তানের মা। প্রতিদিনের ওয়ার্ক আউটের পর যেন ফিরে গেছেন ৯০ এর সেই বছরগুলোয়, যখন বলিউড মানেই করিশ্মা কাপুর। বোন করিনা কাপুরের সঙ্গে মিলে যেন নতুন কেরিয়ার-গোল সেট করেছেন, শুধু নিজের জন্যই নয়, নতুনদের জন্যও।
৪০ পেরিয়েছেন শিল্পা শেটিও। কিন্তু তাঁর থেকে ফিট আর তাঁর থেকে তন্বী চেহারা বলিউডে আর একটাও আছে কিনা সন্দেহ। খুব কাছাকাছি থাকবেন কৃতি স্যানন, কিন্তু তাঁর বয়স মাত্র ২৬।
মাধুরী দীক্ষিত। আজও তিনি বলিউডের ধকধক গার্ল। এখনও তাঁর হাসি লক্ষ বুকে ঝড় তোলে। পর্দায় তাঁর কামব্যাককে স্মরণীয় করে রাখার জন্য রণবীর কাপুরকে আসরে নামতে হয়।বয়স তাঁর ৫০। বড়পর্দায় আজও তিনি স্বাগত।