ওয়েব ডেস্ক : নিষিদ্ধ! বলিউডের ছবি ফের নিষিদ্ধ করা হল পাকিস্তানে। কারণ সেদেশের বেশকিছু বিষয় নাকি ধরা পড়েছে চিত্রনাট্যে। আর তাই প্রথমে কাঁচি চালানোর নির্দেশ। আর তারপর একেবারে ছবি মুক্তির উপর নিষেধাজ্ঞা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অভয় দেওল ও ডায়ানা পেন্টি অভিনীত কমেডি ছবি 'হ্যাপি ভাগ জায়েগি'। ভারতে ছবিটি মুক্তি পেয়েছ দিনকয়েক আগে। ছবির গল্পের বাঁধুনিটা ঠিক এইরকম, বিয়ের আসর থেকে কনে পালাবে। তারপর সে পৌঁছে যাবে লাহোরে। সেখানেই ঘটতে থাকবে নানা মজার ঘটনা। সিনেমার একটা বড় অংশ জুড়ে রয়েছে পাকিস্তান।


ছবির পরিচালক আনন্দ লাল রাই বলেন, প্রথমে কিছু দৃশ্য ছেঁটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাতে রাজি হয়ে গেলেও পরে ছবি মুক্তির অনুমতি ফিরিয়ে নেয় পাক সেন্সর বোর্ড।