জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ পর্যন্ত চলে এল সেই মুহূর্ত। কলকাতায় (Kolkata) এসে কালীঘাটে পা রাখলেন সলমান খান (Slaman Khan)। 'ভাইজান'-কে স্বাগত জানানোর জন্য নিজের বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার অর্থাৎ ১৩ মে বিকেলের দিকে কালীঘাটের বাড়ির সামনে পৌঁছয় সলমানের কনভয়। সেই সময় বলিউডের (Bollywood) তারকাকে দেখার জন্য ভিড় জমে উঠেছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সলমানের পরনে ছিল আকাশি শার্ট, ফেডেড জিন্স, চোখে সানগ্লাস। তাঁর অপেক্ষায় বেশ কিছুক্ষণ আগে থেকেই বাড়ির উঠোনে ঘরোয়া পোশাকে দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর বাড়ির সামনে দলের নেতৃত্ব ছাড়াও বহু সলমান অনুরাগীকেও দেখা গেল। তাঁরা সকলে প্রিয় তারকাকে দেখতে জমায়েত করেছিলেন। স্বভাবতই গাড়ি থেকে সলমান নামতেই পুরো পরিবেশ বদলে গেল। 



 



আরও পড়ুন: Salman Khan in Kolkata: নিরাপত্তায় ৩৫০০ পুলিস, মধ্যরাতে কলকাতায় সলমান, ইস্টবেঙ্গলে শেষ মুহূর্তের প্রস্তুতি...


আরও পড়ুন: Salman Khan in Kolkata: কলকাতায় সলমানের ‘দা-বাং ট্যুর’! টিকিটের দাম ছুঁল ৩ লক্ষ...


প্রচারমাধ্যমের সঙ্গে কথা না বললেও, মুখ্যমন্ত্রীর পাড়ার সাধারণ মানুষকে হতাস করেননি সলমান। সিনেমা প্রেমীদের দিকে হাত নেড়ে ধন্যবাদ জানান বলিউডের হার্টথ্রব। মুখ্যমন্ত্রী ক্রিমরঙা একটি উত্তরীয় পরিয়ে সলমানকে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী হাত জোড় করে নমস্কার করলে সলমান সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফেলেন। এরপর সলমান তাঁর মুখ্যমন্ত্রী ঘরে ঢোকেন। প্রায় আধঘণ্টা সেখানে ছিলেন বলিউড স্টার। এরপর বেরিয়ে যান। তাঁকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে সঙ্গে যান মুখ্যমন্ত্রী। 


এরপর মুখ্যমন্ত্রী বাড়ির সামনে থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন। জানান, আজ সলমানকে কাছে পেয়ে ভালো লাগল। তবে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)