ওয়েব ডেস্ক: 'উড়তা পঞ্জাব' বিতর্কে বড় কথা বলল বোম্বে হাইকোর্ট। আদালত বলল,ছবিকে সেন্সর করার কোনও ক্ষমতাই CBFC-এর নেই। CBFC-এর  ক্ষমতা শুধু ছবিকে সার্টিফিকেট দেওয়া।  বোম্বে হাইকোর্ট জানায়, ছবিতে পঞ্জাবকে কোনওভাবে কলুষিত করা হয়নি। বরং দেশে ড্রাগ পাচার সম্পর্কে কড়া বার্তা দেওয়া হয়েছে। ছবিতে মাদক সেবনকে একটা বড় সামাজিক সমস্যা হিসাবেই দেখানো হয়েছে। পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের। আদালত এমনটাও মনে করে, সেন্সর বোর্ডের কাজ ছবিকে সার্টিফিকেট দেওয়া। কাঁচি চালানো নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


তবে ছবির কোনও দৃশ্য বাদ দেওয়ার সুপারিশ করতে পারে বোর্ড। এদিকে, বিতর্কিত ছবিটিকে 'A' তকমা সমেত ছাড়পত্র দিয়ে দিয়েছে সেন্সর বোর্ড। তবে ১৩টি দৃশ্য ছাঁটাই করা হয়েছে।


উড়তা পঞ্জাব নিয়ে যে পর্যবেক্ষণের কথা বলল বোম্বে হাইকোর্ট
১) CBFC ছবির কাটাছাঁট করতে পারে না। ছবিকে সেন্সর করার কোনও এক্তিয়ারই
২) CBFC-এর কাজ শুধু সিনেমাকে সার্টিফিকেট দেওয়া।
৩) ছবিতে কোনও আপত্তিকর দৃশ্য নেই।


৪) ছবি নির্মাতারা ড্রাগসকে সমর্থন করেননি।
৫) ছবির নাম থেকে পঞ্জাব কথাটা সরানোর কোনও কারণ নেই।


৬) ড্রাগস যে খুব সহজে পাওয়া যাচ্ছে সেটাকে বড় করে দেখানো হয়েছে।
৭) এক রকস্টারের জীবনের পতনকে দেখানো হয়েছে