নিজস্ব প্রতিবেদন : পর্নোগ্রাফি (Pornography) মামলায় কিছুটা হলেও স্বস্তি পেলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)। পর্নোগ্রাফি মামলায় বুধবার রাজকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। আগামী ২৫ অগস্ট পরবর্তী শুনানির দিন পর্যন্ত গ্রেফতার করা যাবে না রাজকে। ২০২০ সালে মুম্বই সাইবার সেলের তরফে দায়ের করা একটি মামলার এদিন রায় দান করে বোম্বে হাইকোর্ট। যদিও এই মুহূর্তে অপর একটি পর্ন মামলায় জেলবন্দি রয়েছেন রাজ।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন বিচারপতি সন্দীপ সেন শিন্দের এজলাসে রাজ কুন্দ্রার (Raj Kundra) আগাম জামিনের শুনানি ছিল। কুন্দ্রার তরফে উপস্থিত আইনজীবী প্রশান্ত পাতিলের যুক্তি ছিল, এই মামলায় FIR-এ নাম রয়েছে অন্য অভিযুক্তরা ইতিমধ্যেই জামিনে মুক্ত রয়েছেন। প্রশান্ত পাতিল আরও জানান, কুন্দ্রার বিরুদ্ধে অনা সমস্ত অভিযোগ ৭ বছরের কম কারাদণ্ডের শাস্তিযোগ্য আর তাই তাঁর জামিনের অনুমোদন দেওয়া উচিত। যদিও জামিনের বিরোধিতা করে পাবলিক প্রসিকিউটর প্রজুক্তা শিন্দে বলেন, এই মামলায় অন্যান্য অভিযুক্তদের থেকে রাজের ভূমিকা এক্কেবারেই আলাদা। দুপক্ষের বক্তব্য শোনার পর পরবর্তীর শুনানির দিন পর্যন্ত রাজকে রাজকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবজ দেন বম্বে হাইকোর্টের বিচারপতি সন্দীপ সেন শিন্দে। যদিও ২০২১-র ফেব্রুয়ারি মাসে মুম্বই সাইবার সেলের দায়ের করা মামলায় রাজ আপাতত বিচারবিভাগীয় হেফজতে রয়েছেন। 


রাজ কুন্দ্রার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩ (অশ্লীল সামগ্রী বিক্রয়), তথ্য প্রযুক্তি আইনের অধীনে ৬৬E, ৬৭, ৬৭A (যৌন বিষয়বস্তু প্রেরণ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। 


  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)