ঋতুস্রাবের সময় মহিলারা কি সত্যি অশুচি? ঠিক কী ভাবেন বর্তমান সমাজের মহিলা-পুরুষরা?
ঋতুস্রাব নিয়ে সমাজের ছুুঁৎমার্গগুলি এখনও প্রায় একই জায়গায় রয়েই গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ২০২০ সালে দাঁড়িয়ে আমরা হয়ত ভাবি সমাজ অনেকটাই এগিয়েছে। তবে ঋতুস্রাব নিয়ে সমাজের ছুুঁৎমার্গগুলি এখনও প্রায় একই জায়গায় রয়েই গিয়েছে। ঋতুস্রাব চলাকালীন মেয়েরা ঘরের বাইরে বের হতে পারবেন না। ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। বিবাহিতরা সিঁদুর পরতে পারবেন না। আরও কত কী! কারণ এখনও অনেকেই অনেকে ভাবেন মহিলারা যে অশুচি।
সমাজ এগিয়েছে, তবে মেয়েরা হয়ত এখনও এই পোড়া সমাজে কারোর কারোর কাছে অশুচি হয়েই রয়ে গিয়েছেন। তবে ঋতুস্রাব নিয়ে এখন ঠিক কী ভাবেন বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা। আর কীই বা ভাবেন বয়স্করা? 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' মুক্তির আগে উইনডোজ প্রোডাকশনের ক্যামেরা বেরিয়ে পড়েছিল শহরের রাস্তায়। ঋতুস্রাব নিয়ে সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন বয়সের মানুষরা ঠিক কী ভাবেন, সেটাই উঠে এল উইনডোজ-এর সদ্য প্রকাশ্যে আনা ভিডিয়োতে। দেখুন ঠিক কে কী বলছেন?
আরও পড়ুন-একঝাঁক শ্যালিকার মাঝে বসে ছবি পোস্ট করলেন সৃজিত
আরও পড়ুন-থ্রিলারের ভিড়ে ১০০ বছরের পুরনো 'দত্তা'র পুনর্জন্ম, 'বিজয়া' ঋতুপর্ণা