নিজস্ব প্রতিবেদন: ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে শহরে শুরু এক নতুন ধরনের চলচ্চিত্র উৎসব। তবে এই চলচ্চিত্র উৎসব অন্যান্য চলচ্চিত্র উৎসবের থেকে একটু আলাদা। এই চলচ্চিত্র উৎসবে ছবির বিষয়বস্তু এলজিবিটি ফিল্মস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সারা বিশ্বের লেসবিয়ান, গে, বাই সেক্সুয়াল, ট্রান্সজেন্ডারদের নিয়ে তৈরি মোট পাঁচটি শর্ট ফিল্মস দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। যাকে বলা হচ্ছে FiveFilms4Freedom। তবে এই চলচ্চিত্র উৎসবের সব ছবিই দেখানো হবে ডিজিটাল মাধ্যমের সাহায্যে। 



২০১৫ সালে প্রথম ব্রিটিশ কাউন্সিলের তরফে এধরনের চলচ্চিত্র উৎসবের উদ্যোগ নেওয়া হয়। এই নিয়ে FiveFilms4Freedom-এর উদ্যোগ এবছর পঞ্চম বর্ষে পা রাখলো। সারা পৃথিবীতে প্রায় ২০০টি দেশের ১০ মিলিয়ন মানুষ এই ছবিগুলি ইতিমধ্যেই দেখে ফেলেছেন। সারা বিশ্বের তাবড় পরিচালকের ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে।