নিজস্ব প্রতিবেদন: প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadeb Dasgupta)। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রবাদপ্রতিম পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্রজগত। শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও (Mamata Banerjee)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটে প্রধানমন্ত্রী লেখেন, 'শ্রী বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি শোকাহত। তাঁর প্রতেকটি কাজের মধ্যে বৈচিত্র্যই সমাজের সমস্ত খণ্ডকে এক সুতোয় বেঁধেছে। একাধারে প্রখ্যাত চিন্তাবিদ ও কবিও ছিলেন। তাঁর পরিবার ও শুভাকাঙ্খীদের প্রতি আমার সমবেদনা। ওঁ শান্তি।'



আরও পড়ুন: চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত


বর্ষীয়ান পরিচালকের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। তিনি লেখেন, 'বিশিষ্ট পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর উল্লেখযোগ্য ছবি বাঘ বাহাদুর, চরাচর, লাল দরজা, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ জাতীয় পুরস্কার পায়। পরিচালক হিসেবেও তিনি নিজেও দু'বার জাতীয় পুরস্কার পেয়েছেন। ওঁর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।'



আরও পড়ুন: Sonu Sood: দেশজুড়ে ১৬টি রাজ্যে Oxygen Plant স্থাপন করবেন সোনু


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)