নিজস্ব প্রতিবেদন : সত্যান্বেষী ব্যোমকেশ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই কালজয়ী চরিত্রটি টেলিভিশনের পর্দায় বহু পুরনো। কখনও উত্তম কুমার, কখনও বা আবীর চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত  কিংবা সুশান্ত সিং রাজপুত হয়ে উঠেছেন ব্যোমকেশ। ২০১৭তে ওয়েব প্ল্যাটফর্মে প্রথমবার সত্যান্বেষী ব্যোমকেশের ভূমিকায় দেখা যায় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ফের একবার ব্যোমকেশ রূপে তিনি ফিরছেন 'হইচইতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'মগ্ন মৈনাক' গল্প অবলম্বনে এবার সিজন ৬ এর প্লট বুনেছেন পরিচালক সৌমিক হালদার। চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু। সত্যাবতীর ভূমিকায় দেখা যাবে ঋদ্ধিমা ঘোষকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দর্শনা বণিক, সুপ্রভাত দাস, কৃষ্ণেন্দু দেওয়ানজী, সৌমেন্দ্র ভট্টাচার্য, দেবশঙ্কর হালদার, উজান চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের শাওন-কে। রবিবার ৩ জানুয়ারি প্রকাশ্যে এসেছে ব্যোমকেশের ট্রেলার।


আরও পড়ুন-#GetWellSoonDada : সৌরভের দ্রুত আরোগ্য কামনায় নাগমা



৮ জানুয়ারি থেকে 'হইচই'তে শুরু হবে ব্যোমকেশ সিজন ৬ এর স্ট্রিমিং। প্রসঙ্গত, এর আগে সত্যান্বেষী', পথের কাঁটা, 'মাকড়শার রস' ও 'অর্থ অনর্থম' এই চারটি গল্প উঠে এসেছিল হইচই-এর ব্যোমকেশে।


আরও পড়ুন-ইচ্ছেপূরণের গল্প বলতে আসছে 'টনিক', মুক্তি আগামী ৪ঠা জুন