হৃত্বিক, তুষার, একতা, টুইঙ্কেল ও রীনাকে এই ছবিতে চিনতে পারছেন?
দেখুন তো চিনতে পারেন কিনা?
নিজস্ব প্রতিবেদন: ছোটবেলার ছবি দেখলে যেকেউ নস্টালজিক হয়ে পড়েন। সে সাধারণ মানুষই হোন, কিংবা বলিউড তারকা। কখনও আবার আমরাও বলিউড তারকাদের ছেলেবেলার ছবি দেখে বেশ খুশি হই। কোনও পুরনো ছবিতে তাঁদের চেনা না গেলে আমরা তাঁদের চেনারও চেষ্টা করি। পুরো বিষয়টিই বেশ মজাদার আবার এর সঙ্গে জড়িয়ে থাকে নস্টালজিয়াও জড়িয়ে থাকে।
সম্প্রতি, বি-টাউনের বেশ কয়েকজন সেলেবের একটি পুরনো ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। এই ছবিতে একজন দুজন নন, রয়েছেন অনেকেই। ছবিতে রয়েছেন ছোট্ট হৃত্বিক রোশন, সুনয়না রোশন, তুষার কাপুর, একতা কাপুর, রিঙ্কি খান্না, টুইঙ্কেল খান্না, সাহেব খান, আহলাম, সাহেব খান ও রীনা রায়। তবে ছবিটি তাঁদের ছেলেবেলার তাই এখানে প্রত্যেককে আলাদা করে চেনা বড়ই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। দেখুন তো চিনতে পারেন কিনা?
নিশ্চয় আপনাদেরও চিনতে অসুবিধা হচ্ছে? কে কোনটা ঠিক বুঝতে পারছেন না। খুব স্বাভাবিক। ছবিতে হৃত্বিত রোশন ও তুষার কাপুরকে চেনা গেলেও, বাকিদের চেনা বড্ড মুশকিল, তাই না?