জন্মাষ্টমী উপলক্ষে কোন কোন গান শুনবেন দেখুন
কখনও ৯-এর দশকের আবার কখনও হালফিলের গান, সবকিছুতেই শুনতে পারেন আপনি
নিজস্ব প্রতিবেদন : কৃষ্ণের জন্ম তিথি উপলক্ষে প্রতি বছরের মত এবারও গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে জন্মাষ্টমী। তালক্ষীর, তালের বড়া, লুচি সাজিয়ে যেমন শ্রী কৃষ্ণের প্রার্থনায় মেতে ওঠেন আট থেকে আশি, তেমনি জন্মাষ্টমীর সঙ্গে জুড়ে রয়েছে বিভিন্ন জনপ্রিয় গানও। শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে কী কী গান আপনি শুনতে পারেন, আজ সেই তালিকাই দেওয়া হল।
জন্মাষ্টমীর দিন 'সত্যম শিবম সুন্দরম' থেকে শুনতে পারেন 'যশমতি মাইয়া সে'। লতা মঙ্গেশকরের গলায় এখানে যশোদা এবং কৃষ্ণের কথপোকথনকে মূলত তুলে ধরা হয়েছে গানের মাধ্যমে।
মহম্মদ রফির গলায় শুনতে পাবেন 'গোবিন্দা আলা রে। 'ব্লাফ মাস্টার' সিনেমার এই গানও কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে বেশ জনপ্রিয়।
'লগান' থেকে শুনতে পারেন 'রাধা ক্যায়সে না জ্বলে'। গোপীদের জন্য কীভাবে কৃষ্ণ দর্শন থেকে বঞ্চিত হচ্ছেন রাধা, সেই কথপোকথনই তুলে ধরা হয়েছে আমির খান এবং গ্রেসি সিং-এর মাধ্যমে।
'হাম সাথ সাথ হ্যায়' থেকে শুনতে পারেন 'মাইয়া যশোদা'। কৃষ্ণ কীভাবে সব সময় রাধাকে জ্বালাতন করেন, সেই গল্পকেই তুলে ধরা হয়েছে সইফ আলি খান এবং করিশ্মা কাপুরের মাধ্যমে।
জন্মাষ্টমীতে 'ও মাই গড' থেকে শুনতে পারেন 'গো গো গোবিন্দা'। প্রভু দেব এবং সোনাক্ষী সিনহার মাধ্যমে পর্দায় উঠে এসেছে এই গান। যা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে।