ওয়েব ডেস্ক: সেন্সরের বোর্ডের কোপে এবার কা বডিস্কেপস। সমকামীতার বাড়বাড়ন্তই নাকি এর কারণ, বলছে সেন্সর বোর্ডের কর্তারা। মালায়ালাম এই ছবিতে সমকামের পাশাপাশি হিন্দু এবং মুসলিম ধর্মের প্রতি অসম্মান দেখানো হয়েছে। দাবি CBFC-র। যার ফলে ছবিটিকে ছাড়পত্র দিতে নারাজ বোর্ড। বোর্ডের এই পদক্ষেপে আবারও তৈরি হয়েছে বিতর্ক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আবার হৈচৈ। আবার বিতর্ক। আবারো কেন্দ্রবিন্দুতে সেই সেন্সর বোর্ড। এবার তাদের সিধান্তে মালায়ালাম ছবি কা বডিস্কেপেসের মুক্তিতে বাধা। চিন্তায় পড়েছেন ছবির পরিচালক জয়ান চেরিয়ান। তবে তিনিও বিচারের পথে হাটবেন বলে ভাবছেন। কালিকটের তিন বন্ধুর গল্প নিয়ে তৈরি কা বডিস্কেপস। হরিস, এক সমকামী শিল্পী, বিষ্ণু-এক কবাড্ডি খেলোয়াড় এবং সিয়া। রক্ষণশীল সমাজে, নিজেদের অস্তিত্ব রেখে চলার স্বপ্ন দেখে এই তিন বন্ধু। তাদের লড়াই, স্বপ্ন নিয়েই কা বডিস্কেপস। ছবিতে উগ্র সমকামী সম্পর্ক উঠে এসেছে। সঙ্গে হিন্দু এবং মুসলিম ধর্মের বিরুদ্ধেও বিরূপ মন্তব্য করা হয়েছে। এই কারণ দেখিয়ে ছবিটিকে  ছাড়পত্র দিতে নারাজ তিরুবনন্তপুরমের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন।


একই মত সিবিএফসির চেয়ারম্যান পেহলাজ নিহালিনিরও। এতেই ক্ষোভে ফেটে পড়েছে চিত্রনির্মাতারা। কারণ এর আগেই প্রকাশ ঝার প্রোডাকশনের ছবি লিপস্টিক আন্ডর মাই বুরখার ছাড়পত্র নিয়েও আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। গ্লাসগ্লো ফিল্ম ফেস্টিভলে স্কটরেল ওডিয়েন্স অ্যাওয়ার্ড ঝুলিতে পুড়েছে এই ছবি। তবে দেশের মাটিতে ছবি আটকে যাওয়ায় আক্ষেপ পরিচালক শ্রীবাস্তবের। লিপস্টিক আন্ডর মাই বুরখা নিয়ে CBFC-এর সিধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফারহন আখতর। পিছিয়ে থাকেননি অনুরাগ কাশ্যপও। এর আগে তাঁর ছবি উড়তা পাঞ্জব নিয়ে রীতিমত সেন্সর বোর্ডের বিরুদ্ধে লড়েছেন তিনি। আদালতের দারস্থ হয়ে ছবি মুক্তিও নিশ্চিত করেছিলেন। সেই সময় গঠিত শ্যাম বেনেগল কমিটির তৈরি বিধি নিয়ম নিয়ে যখন চর্চা চলছে, তখনও নিজেদের অবস্থানেই আটকে সেন্সর বোর্ড। যা নিয়েই বারবার তৈরি হচ্ছে বিতর্ক।