নিজস্ব প্রতিবেদন : ​শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি কোরিওগ্রাফার সরোজ খান। মুম্বইয়ের ব্যান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়েছে সরোজ খান-কে। হাসপাতালে ভর্তির পরই করোনা পরীক্ষা করা হয় সরোজ খানের। তবে সরোজ খান কোভিড ১৯-এ আক্রান্ত হননি বলে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলিউড লাইফের খবর অনুযায়ী, গুরু নানক হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিতসা শুরু হয় সরোজ খানের। তবে বর্তমানে তিনি ভাল আছেন। করোনার কোনও উপসর্গ সরোজ খানের শরীরে নেই। ফলে কোভিড ১৯ -এও তিনি আক্রান্ত হননি বলে খবর।


আরও পড়ুন : সুশান্তকে নিয়ে আলটপকা মন্তব্য, 'লাজলজ্জাহীন' বলে আক্রমণ রাখিকে


বলিউডে পা রাখার পর একের পর এক জনপ্রিয় ছবিতে কাজ করেন সরোজ খান। ফলে ৭১ বছরের সরোজ খান এখনও বি টাউনের 'মাস্টারজি' বলেই পরিচিত। মাধুরী দিক্ষিত থেকে ঐশ্বর্য রাই বচ্চন, করিনা কাপুর খান বা কঙ্গনা রানাউত, বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন সরোজ খান।


তোজাব থেকে মিস্টার ইন্ডিয়া কিংবা নাগিন, বেটা, যব উই মেট, তনু ওয়েডস মনু কিংবা হালফিলে কলঙ্ক-এর তবাহ হোগয়ে-তে অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন সরোজ খান। বলিউডের বর্ষীয়ান এই কোরিওগ্রাফারের অসুস্থতার খবর পেয়ে চিন্তায় পড়ে গিয়েছেন অনেকেই।