নিজস্ব প্রতিবেদন: অবসান হল প্রায় ৮০ বছরের সঙ্গীত জীবনের। প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত যশরাজ। আজ সোমবার নিউ জার্সিতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। এদিন তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তাঁর কন্যা দুর্গা যশরাজ। বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। অবনতি হচ্ছিল তাঁর শারীরিক অবস্থার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনা পূর্ব পরিকল্পিত; পেছন রাজনৈতিক মদতও রয়েছে, সরব রাজ্যপাল


১৯৩০ সালের ২৮ জানুয়ারি হরিয়ানার হিসারে জন্মগ্রহণ করেন পণ্ডিত যশরাজ। এরপর ১৯৪৬ সালে কলকাতায় চলে আসেন তিনি। গুজরাতের সানন্দ থেকে মেওয়াতি ঘরানার সংগীতের তালিম নিয়েছিলেন প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। শাস্ত্রীয় সংগীতের জন্য ভারতে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রীর মতো একাধিক পুরস্কার পেয়েছেন 'পণ্ডিত জি'। এ ছাড়াও তাঁর প্রাপ্তির ঝুলিতে রয়েছে বহু বিদেশি পুরস্কার ও সম্মানও। 


স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীকূল। শোকের ছায়া দেশ বিদেশে থাকা তাঁর অগনীত ছাত্র-ছাত্রীদের মধ্যেও। উল্লেখ্য, তাঁর ছাত্রদের মধ্য়ে অন্য়তম বেহালাবাদক কালা রামনাথ। তাঁর প্রয়ানের খবর পেয়েই টুইটারে শোক জ্ঞাপন করেঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



শোকবার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন,  "ওঁর ম্য়াজিক্য়াল কন্ঠে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সমৃদ্ধ হয়েছে। ”।



শোকবার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, "ওঁর ম্য়াজিক্য়াল কন্ঠে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সমৃদ্ধ হয়েছে। ”।



বিশ্ব সঙ্গীতের জন্য় আজ খুবই বেদনার দিন। পণ্ডিত যশরাজের প্রয়াণে একটা যুগের অবসান হল…, টুইট করেছেন আমজাদ আলি খান।