নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ৬,০০৮ জন আক্রান্তকে ধরলে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ১৮ হাজার ৪৪৬ জন। মৃত্যু হয়েছে ৩৫৮৩ জনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

# এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, দেশে করোনায় মৃত্যু হার ৩.১৩ শতাংশ থেকে কমে ৩.০২ শতাংশ হয়েছে।


আরও পড়ুন-বাংলার পাশে গোটা দেশ; রাজ্যকে দেওয়া হবে ১ হাজার কোটি টাকা, ঘোষণা মোদীর


# এখনও পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৬,৩৩০ জন। সুস্থ হয়েছেন ৪৮,৫৩৩ জন। মৃত্যু হয়েছে ৩,৫৮৩ জনের।


# বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫১,০১,৪০০ জন।


# মার্কিন যুক্তরাষ্ট্রে এখন করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১,২৫৫ জনের।


# এদিতে দিল্লি এইমসের মেসের এক কর্মীর করোনায় মৃত্যু হয়েছে বলে দাবি। নিরাপত্তা চেয়ে সুপারকে চিঠি লিখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।


# গত ২৪ ঘণ্টায় কর্ণটাকে করোনা আক্রান্ত হলেন আরও ১৩৮ জন।


# করলে গত ২৪ ঘণ্টা আক্রান্ত হলেন ৪২ জন। রাজ্যে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৭৩২ জন।


# কেন্দ্রের তরফে জানানো হয়েছে ৬-৮ সপ্তাহর মধ্যে দেশে রোজ ৫ লাখ করোনা কিট তৈরি করা যাবে।


# কেন্দ্র সরকার গঠিত এমপাওয়ারড গ্রুপের করফে জানানো হয়েছে ২১ মে হিসেব অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যা মোট ৫ রাজ্যের শহর ও জেলায় বেশি। এদের হার ৮০ শতাংশ।


# এমপাওয়ারড গ্রুপের চেয়ারম্যান ভি কে পল জানিয়েছে লকডাউন শুরু পর থেকে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের হার অনেকটাই কমেছে।


আরও পড়ুন-৯৯ যাত্রী-সহ করাচি বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় ভেঙে পড়ল PIA-র বিমান


# আইসিএমআর এর চেয়ারম্যান গঙ্গাখেড়কর জানিয়েছেন, এখনও পর্যন্ত দেশে ২৭,৫৫,৭১৪ জনের কোভিড টেস্ট হয়েছে।


# এখনও পর্য্ন্ত মহারাষ্ট্রে সক্রিয় করোনা আক্রান্ত ৪১,৬৪২ জন। মৃত্যু হয়েছে ১৪৫৪ জনের।


#  গুজরাটে এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্ত ১২,৯০৫। মৃত্যু ৭৭৩ জনের।