নিজস্ব প্রতিবেদন:  সলমনের পানভেলের বাগান বাড়িতে আটকে রয়েছেন প্রায় দেড় মাস ধরে। এবার সলমনের বাগান বাড়িকেই নিজের বাড়ি বলে সম্মোধন করলেন সলমনের বান্ধবী ইউলিয়া ভন্তুর। লকডাউনের মাঝে সলমনের বাগান বাড়িতে আটকে থাকাকালীন এবার পানভেলের বাড়িকে আপন করে নিলেন ভাইজানের রোমানিয়ান বান্ধবী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুধু তাই নয়, পানভেলের বাগান বাড়ির সামনে যে পাহাড় রয়েছে, সেখানে যেন প্রকৃতি নিজের ইচ্ছামতো করে গণেশের মূর্তি এঁকে দিয়েছে। বাপ্পার স্মরণেই বর্তমানে তাঁরা রয়েছেন বলেও মন্তব্য করেন ইউলিয়া।


দেখুন সেই ছবি...


 



সম্প্রতি পানভেলের বাগান বাড়িতে থাকাকালীন বাইরে বেরিয়ে ছবি তোলেন ইউলিয়া। সেখানেই পাহাড়ের মাথায় গণপতি বসে রয়েছেন বলে মন্তব্য করেন সলমনের বান্ধবী। ইউলিয়ার ওই ছবির প্রেক্ষিতে তাঁর এক ভক্ত জিজ্ঞাসা করেন, তিনি যদি বাড়ির বাইরে থাকেন, তাহলে যেন মুখে মাস্ক পরে বের হনি। ওই ব্যক্তির পরামর্শের প্রেক্ষিতেই ইউলিয়া জানান, তিনি বাড়িতেই রয়েছেন। অর্থাত সলমন খানের বাগান বাড়িকে নিজের বাড়ি বলেই সম্মোধন করতে শুরু করেছেন ভাইজানের রোমানিয়ান বান্ধবী।