নিজস্ব প্রতিবেদন : ​করোনা ভাইরাস এবং তার জেরে লকডাউনের জেরে বিপর্যস্ত দেশের দরিদ্র শ্রেণির বহু মানুষ। এবার সেই সব মানুষদের সাহায্যে এগিয়ে এলেন আমির খান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য অনুদান নিয়ে এগিয়ে এসছেন আমির খান। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্যও এগিয়ে এসেছেন আমির। এসবের পাশাপাশি মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরে শ্রমিকদের সাহায্যের জন্যও হাত বাড়িয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।


আরও পড়ুন : ফের করোনার থাবা বলিউডে, কোভিড ১৯-এ আক্রান্ত অভিনেতা পুরব কোহলি


ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানান, আমিরের সিনেমা লাল সিং চাড্ডার শ্যুটিং মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছে। লাল সিং চাড্ডার সেই দৈনিক রোজগেরেদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন আমির খান।


আমির খানের পাশাপাশি শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমাররা করোনা ত্রাণ তহবিলের জন্য তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অক্ষয় কুমার দিয়েছেন ২৫ কোটি। শাহরুখও কয়েক কোটির অনুদান দিয়েছেন। পাশাপাশি মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার দৈনিক রোজগেরে শ্রমিক পরিবারের ভরনপোষণের দায়িত্ব নিয়েছেন সলমন খান। পাশাপাশি সলমনের ব্যান্দ্রার গ্ল্যালাক্সি অ্যাপার্টমেন্টের সমস্ত কর্মী এবং নিরাপত্তা কর্মীদেরও দায়িত্ব নিয়েছেন বলিউড ভাইজান।