নিজস্ব প্রতিবেদন : লকডাউনের জেরে দনির রোজগেরে ২৫ হাজার শ্রমিকের ভরনপোষণের দায়িত্ব আগেই নিয়েছিলেন সলমন খান, এবার বলিউড ভাইজান নিলেন আরও বড় পদক্ষেপ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৩ হাজার দৈনিক রোজগেরে শ্রমিকের পারিশ্রমিক দিতে শুরু করেছেন সলমন খান। ইতিমধ্যেই সলমনের কাছে ২৩ হাজার শ্রমিকের নাম দিয়ে তালিকা তৈরি করে হেওয়া হয়েছে। ওই তালিকা অনুযায়ী, ২৩ হাজার শ্রমিককে মাসিক ৩ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করছেন সলমন খান। শুধু তাই নয়, সলমনের দেওয়া অর্থের কারচুপি যাতে না হয়, তারজন্য ওই শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা শুরু হয়েছে।


আরও পড়ুন : লকডাউনের জের, পথবাসী মানুষদের কাছে খাবার পৌঁছে দিলেন বিগ বসের এই জুটি


শুধু তাই নয়, লকডাউন যতদিন চলবে অর্থাত আগামী মাস পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রির ওই সব শ্রমিকদের পারিশ্রমিকের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, যতদিন পর্যন্ত লকডাউন চলবে, ততদিন ওই সব শ্রমিকদের অর্থের যোগান দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।


আরও জানা যাচ্ছে, যশ রাজ ফিল্মসের তরফে ইতিমধ্যেই ৩ হাজার দৈনিক রোজগেরে শ্রমিককে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সলমনের পাশাপাশি অজয় দেবগণ, পরিচালক রোহিত শেঠিরাও দৈনিক রোজগেরে শ্রমিকদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।