ফের করোনার থাবা বলিউডে, শাহরুখের সিনেমার প্রযোজকের মেয়ে আক্রান্ত কোভিড ১৯-এ
মোরানিদের গোটা বাড়ি সিল করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন : কণিকা কাপুরের পর ফের করোনায় থাবায় বলিউড। এবার বলিউডের জনপ্রিয় প্রযোজক করিম মোরানির মেয়ে সাজা মোরানি আক্রান্ত হলেন কোভিড ১৯-এ। মুম্বইয়ের অশোক নগর সোসাইটির শগুন বহুতলে রয়েছে মোরানিদের আবাসন। সেখানেই থাকেন মোরানি পরিবারের ৯ সদস্য। সাজা মোরানির কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার খবর ছড়াতেই গোটা বহুতল সিল করে দেওয়া হয় মুম্বই পুরসভার তরফে।
মঙ্গলবার সাজা মোরানির পরিবারের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হবে বলে খবর। তবে সাজা কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার পর পুরসভার যাবতীয় কাজে মোরানিরা প্রত্যেকে তাঁদের সাহায্য করছেন বলে খবর।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর আহ্বান, একতার বার্তার মাঝেই 'ভারত মাতা কি জয়' স্লোগান হেমার
প্রসঙ্গত শাহরুখ খান, দীপিকা পাডুকনের সিনেমা চেন্নাই এক্সপ্রেস হোক কিংবা শাহরুখ-করিনার ছবি রা ওয়ান, বলিউডের একাধিক জনপ্রিয় ছবির প্রযোজ হিসেবে করিম মোরানির জনপ্রিয়তা তুঙ্গে। সেই জনপ্রিয় প্রযোজকের মেয়ে করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়াতেই বি টাউনে জোর শোরগোল শুরু হয়েছে।