পরিচারিকাকে দিয়ে আটা মাখাবেন? বিভাজনমূলক বিজ্ঞাপনের জেরে বিতর্কে হেমা
করোনা যখন গোটা দেশ জুড়ে মহামারীর আকার নিয়েছে, সেই সময় এমনই একটি বিজ্ঞাপন প্রকাশ্যে আসে।
নিজস্ব প্রতিবেদন : পরিচারিকাকে আটা মাখতে দেবেন! কে জানে, তাঁর হাতে সংক্রমণ রয়েছে কি না! করোনা যখন গোটা দেশ জুড়ে মহামারীর আকার নিয়েছে, সেই সময় এমনই একটি বিজ্ঞাপন প্রকাশ্যে আসে। যেখানে রুটি এবং পাউরুটি তৈরির মেশিনের বিজ্ঞাপন দেখানো হয়। ওই বিজ্ঞাপন প্রকাশ্যে আসার পরই হেমা মালিনিকে নিয়ে শুরু হয় জোর জল্পনা। কারণ ওই ব্যান্ডের প্রধান মুখ বিজেপির এই অভিনেত্রী সাংসদ।
সংশ্লিষ্ট ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই নেটিজেনদের জোর আক্রমণের মুখে পড়েন হেমাও। এরপরই ওই বিতর্কিত বিজ্ঞাপন তুলে নেওয়া হয়। পাশাপাশি সোশ্যাল সাইটে নিজেও এ বিষয়ে মত প্রকাশ করেন হেমা। তিনি বলেন, কোনও নির্দিষ্ট শ্রেণির মানুষ তিনি নন। সমাজের সব অংশের মানুষের সঙ্গেই তাঁর সমান সম্পর্ক। তাই সমাজের সবস্তরের প্রতিনিধিত্ব তিনি করেন বলেও দাবি করেন ড্রিম গার্ল।
শুধু তাই নয়, সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থার প্রধান ওই বিজ্ঞাপন সরিয়ে নিয়েছেন এবং ক্ষমাও চেয়ে নিয়েছেন বলে জানান হেমা।