নিজস্ব প্রতিবেদন: ঐন্দ্রিলার মনে শক্তি জোগাচ্ছে  তাঁর বন্ধু তথা  প্রেমিক সব্যসাচী চৌধুরী। বিপদের দিনে প্রতিনিয়ত ঐন্দ্রিলার পাশে থাকছেন তিনি। মারণরোগ ক্যানসারে জর্জরিত ঐন্দ্রিলার শরীর। ফুসফুসে বিরাট টিউমার সেখান থেকে ক্যানসার। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও, আবার ফিরতে হয় হাসপাতালে। শুরু হয় কঠিন লড়াই। তিন মাস অতিবাহিত। কেমোথেরাপি চলছে তাঁর। কিন্তু এর মাঝে শ্যুটিংও করছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখন কেমন আছে ঐন্দ্রিলা? তা অনেকেই জানতে চান সব্যসাচী চৌধুরীর কাছে। তিনি ফেসবুকে জানিয়েছেন, 
" '13cms X 11cms X 9cms পারলে একবার স্কেল দিয়ে মেপে দেখো। এই মাপের একটা মাংসপিন্ড পাঁজরের ভেতর নিয়ে ফেব্রুয়ারী অবধি চুটিয়ে অভিনয় করেছে, ফাটিয়ে ঝগড়া করেছে, রীতিমতন দাপিয়ে বেরিয়েছে স্কুটি চালিয়ে।  পাশে থেকেও একটিবারের জন্যে বুঝতেও পারিনি।  


গত চার মাস কেমোথেরাপি চলার পর টিউমারটা প্রায় অর্ধেক আয়তনে নেমে এসেছে। ওষুধ এবং খাদ্যের নিয়মানুবর্তিতা আর ওর শৃঙ্খলাবোধ থেকেই তা সম্ভবপর হয়েছে। এই সপ্তাহে ওর সার্জারি হবে এবং ডাক্তারের কথায় তা যথেষ্ট critical. 


আজ অবধি আমি ওকে অবসাদে ভুগতে দেখিনি, দাঁতে দাঁত চিপে সব কষ্ট সহ্য করতে দেখেছি। যদি আগের ছবিগুলো দেখে থাকো, তাহলেই দেখবে সব ছবিতেই ওর হাসিটা অটুট থাকে'।


ঝুমুর ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিল এই জুটি। তখন থেকেই প্রেম। কিন্তু 'পাবলিক' হয়নি বিষয়টি"।