ছবি দেখতে লম্বা লাইন দেখা গেল নন্দন চত্বরে
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্রথমদিনের বড় আকর্ষণ ছিল শঙ্কর মুদি ছবির প্রথম স্ক্রিনিং। বেঙ্গলি প্যানোরামায় নির্বাচিত হয়েছে কৌশিক গাঙ্গুলির এই ছবি। ছবি দেখতে লম্বা লাইন দেখা গেল নন্দন চত্বরে।
ওয়েব ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্রথমদিনের বড় আকর্ষণ ছিল শঙ্কর মুদি ছবির প্রথম স্ক্রিনিং। বেঙ্গলি প্যানোরামায় নির্বাচিত হয়েছে কৌশিক গাঙ্গুলির এই ছবি। ছবি দেখতে লম্বা লাইন দেখা গেল নন্দন চত্বরে।
ছবির শুটিং চলাকালীনই পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় ২৪ ঘণ্টাকে জানিয়েছিলেন, শঙ্কর মুদি একটি রাজনৈতিক ছবি। ওয়াল মার্টের প্রভাবে কীভাবে বদলে যায় আমাদের ছোট ছোট পাড়াগুলোর অর্থনীতি, তাই এই ছবির বিষয়। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্রথমদিনেই ছিল শঙ্কর মুদির শো। আর সেই ছবি দেখতে দর্শকের লাইন ছিল দীর্ঘ, যা এই সময়ে সাধারণত গোয়েন্দা বাংলা ছবি ছাড়া দেখতে পাওয়া যায় না।
সকলেই বলছেন, শঙ্কর মুদির চরিত্রে কৌশিক গাঙ্গুলির অভিনয় অসামান্য। আর ছবির যে গান নিয়ে বিতর্ক দানা বাঁধে, কবীর সুমনের সেই জন হেনরিকে নতুন আঙ্গিকে দেখাকেও স্বাগত জানালেন সকলে।