জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মানব পাচার মামলায় অভিযুক্ত ছিলেন পঞ্জাব ও বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী দলের মেহেন্দি(Daler Mehendi)। বিদেশে অনুষ্ঠান করতে যাওয়ার নামে সেখানেই মানুষ পাচার করে দেন বলে অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।বৃহস্পতিবার সেই মামলাতেই ২ বছরের কারাদণ্ড হয় দলের মেহেন্দির। মামলাটি দায়ের হয়েছিল প্রায় ১৫ বছর আগে, ২০০৩ সালে। ১৪ জুলাই অর্থাৎ আজ দলেরের আবেদন খারিজ করে দেয় পাতিয়ালা আদালত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। সেই মামলাতেই দলেরকে দোষী সাব্যস্ত করা হয়। এরপরই দলেরকে অ্যারেস্ট করে জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এই মামলাটি ছাড়াও আরও ৩১ টি মামলা রয়েছে দলের ও তাঁর ভাই শামশের সিংয়ের বিরুদ্ধে। মামলার শুনানির পরেই গ্রেফতার করা হয় জনপ্রিয় এই সংগীতশিল্পীকে। 


আরও পড়ুন: Rakhi Sawant: 'মন্দমেয়ে' রাখি! বিয়ে হচ্ছে না প্রেমিকের বোনের


আরও পড়ুন: Dev-Rukmini: এবার ছোটপর্দায় একসঙ্গে দেব-রুক্মিণী


২০১৮ সালে এই মামলাতেই দুবছরের সাজা ঘোষণা করেছিল আদালত। সেই সময় এই মামলায় জামিন পেয়ে গিয়েছিলেন তিনি। এরপরই সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়েছিলেন দলের। চার বছর পর সেই মামলার রায় পুনর্মূল্যায়ন করে একই সাজা ঘোষণা করলেন পাতিয়ালা আদালতের বিচারক। ভারতীয় দন্ড বিধি অনুযায়ী ৪০৬, ৪২০, ১২০বি, ৪৬৫, ৪৬৮, ৪৭১ ধারায় মামলা দায়ের হয়েছিল দলের মেহেন্দির বিরুদ্ধে। সদর পাতিয়ালা পুলিস স্টেশনে দলেরের বিরুদ্ধে জমা হয়েছিল অভিযোগ ও দায়ের হয়েছিল এফআইআর। সেখান থেকেই তৈরি হয় মামলা। 


আরও পড়ুন: Deepika Padukone: হুবহু দীপিকা পাডুকোন! কে এই মহিলা?


আরও পড়ুন: Kangana Ranaut in Emergency: ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা, টিজারেই বাজিমাত নায়িকার


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)