`বাহুবলী টু`-এর পর ১০০০ কোটির ক্লাবে ঢুকল আমিরের `দঙ্গল`
একেই বোধহয় বলে অসাধ্য সাধন। ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল আমির খান অভিনীত ভারতীয় ছবি `দঙ্গল`। এস এস রাজমৌলি পরিচালিত `বাহুবলী টু: দ্য কনক্লুশন`-এর পর `দঙ্গল` দ্বিতীয় ভারতীয় সিনেমা যা গোটা বিশ্বে ১০০০ কোটির ব্যবসা করল। এমন নজির গোটা ভারতের ইতিহাসে এই প্রথমবারই ঘটল।
ওয়েব ডেস্ক: একেই বোধহয় বলে অসাধ্য সাধন। ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল আমির খান অভিনীত ভারতীয় ছবি 'দঙ্গল'। এস এস রাজমৌলি পরিচালিত 'বাহুবলী টু: দ্য কনক্লুশন'-এর পর 'দঙ্গল' দ্বিতীয় ভারতীয় সিনেমা যা গোটা বিশ্বে ১০০০ কোটির ব্যবসা করল। এমন নজির গোটা ভারতের ইতিহাসে এই প্রথমবারই ঘটল।
গোটা বিশ্বে 'বাহুবলীর তৈরি' ব্যবসায়িক মাইলফলক ছুঁয়ে ফেলল আমির খানের দঙ্গল। গত বছর ভারতে রিলিজ করলেও কমিউনিস্ট দেশ চিনে দঙ্গল রিলিজ করেছে গত সপ্তাহে। 'দঙ্গল' ভারতীয় সিনেপ্রেমীদের মন যেভাবে জিতেছিল ঠিক একই ভাবে মন জয় করল চিনা সিনেপ্রেমীদেরও। আর যার প্রভাব পড়ল বক্স অফিসেও। প্রথম দশ দিনেই 'দঙ্গল' ব্যবসা করল ভারতীয় মুদ্রায় ৩৮২ কোটি টাকার ওপরে। যার সুবাদে ভারত এবং বিশ্বের বাজার, দুই মিলিয়ে 'দঙ্গল'-এর ব্যবসা দাঁড়াল ১০০০ কোটিতে।
উল্লেখ্য, চিনের ৯০০০ স্ক্রিনে রিলিজ করেছে দঙ্গল। চিনে 'দঙ্গল'-ই প্রথম ভারতীয় সিনেমা যা ২০০ কোটির ওপর ব্যবসা করেছে। এর আগে রাজু হিরানী পরিচালিত ছবি 'পিকে' চিনে ১২৩ কোটির ব্যবসা করেছিল। এবার সেই রেকর্ডও ভেঙে দিল 'দঙ্গল'।