ওয়েব ডেস্ক: আসামের প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের জীবনযাত্রাকে ক্যামেরাবন্দি করলেন পরিচালক দীপ চৌধুরি। তাঁর নতুন ছবিতে উঠে এসেছে বর্তমান সামাজের প্রেক্ষাপট। ছবির বিশেষ স্ক্রিনিং হয়ে গেল নন্দনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দ্বীপ চৌধুরির নতুন ছবি আলিফা। বহু চলচ্চিত্র উত্‍সবে সমাদৃত হওয়ার পর এবার নন্দন ২ তে বিশেষ স্ক্রিনিং হল এই ছবির। আসামের প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের জীবনযাত্রা ফুটে উঠেছে এই ছবিতে। পরিচালক দ্বীপ চৌধুরী জানালেন তাঁর ভাবনার কথা।


এই ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করছেন অভিনেত্রী জয়া শীল ঘোষ। এই ছবি মুক্তি পেতে এখনও বেশ কিছুদিন বাকি, তবে ছবি নিয়ে আশাবাদী তিনি। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে বিক্রম ঘোষ। মূলত বাঁশি ও খুব হালকা তবলার ব্যবহারে আবহ সঙ্গীত তৈরি করেছেন জানালেন তিনি। ছবি দেখে খুশি স্ক্রিনিংয়ে হাজির বিশিষ্টরা। ভূয়সী প্রশংসা কুড়োলেন কলাকুশলীরা।