ওয়েব ডেস্ক: আনন্দ এল রাই য়ের ছবিতে শাহরুখের দুই নায়িকা দীপিকা ও ক্যাটরিনা! বলিউড সূত্রে তেমনই খবর। পরিচালক কথা বলছিলেন সোনম কাপুর ও আলিয়ার সঙ্গেও। কিন্তু আপাতত শোনা যাচ্ছে যে, দীপিকা ও ক্যাটরিনার সঙ্গে কথা চূড়ন্ত হয়ে গেছে। এই খবরে চমকে গেছে বলিউড। এই খবর ঠিক হলে তা প্রায় রেখা-জয়ার একসঙ্গে অভিনয় করার মতই বড় ঘটনা। তবে সূত্র জনাচ্ছে যে, দুই নায়িকার মধ্যে দূরত্ব রণবীর কাপুরের কারণেই ছিল। আপাতত দুজনের জীবনেই রণবীর নেই, তাই দীপিকা ও ক্যাটরিনা নিজেদের মধ্যে বাধা অতিক্রম করে একই ছবিতে সই করলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন