ওয়েব ডেস্ক:  এই বছরের অন্যতম বিতর্কিত ও আলোচিত সিনেমা। তাই ট্রেলার মুক্তি নিয়ে আগ্রহ ছিলই। কথামত সোমবার ১৩.০৩ মিনিটেই মুক্তি পেয়েছে '‍পদ্মাবতী'‍র ট্রেলার। তবে হঠাৎ ১৩.০৩ মিনিট কেন? এই প্রশ্নটা অনেকের মনেই নিশ্চয় এসেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর এই রহস্যটা লুকিয়ে রয়েছে ১৩.০৩ আর ১৩০৩-এর মধ্যে। 


ইতিহাস বলছে, ১৩০৩ সালে ২৮ শে জানুয়ারি দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি রাজা মহারাওল রতন সিং-এর চিতোরের দুর্গ দখলের উদ্দেশ্যে রওনা দেন। ‌যদিও প্রথমে গিয়েই চিতোর দখল করা সম্ভব হয়নি।  টানা ৮ মাস প্রতিরোধের পর শেষপ‌র্যন্ত চিতোরের দুর্গ দখল করেই ফেলেন দিল্লির সুলতান খিলজি। 



উদ্দেশ্য ছিল, রানি পদ্মিনীকে ‌যেভাবেই হোক লাভ করা ও ভোগ করা। তবে সেটা সম্ভব হয়নি। জহর ব্রত পালনের মাধ্যমে দুর্গের সমস্ত মহিলাদের নিয়ে আত্মাহুতি দেন রানি পদ্মিনী। সালটা ছিল সেই ১৩০৩।  সেই ১৩০৩ ধরেই ১৩.০৩ মিনিটে পদ্মাবতীর ট্রেলার মুক্তির কথা ঘোষণা করেন টিম পদ্মাবতী। নির্ধারিত সময়ে মুক্তিও পেয়েছে সেই ট্রেলার।



আরও পড়ুন- রাজপুতের বীরত্ব,পদ্মিনীর স্বর্গীয় রূপের মাঝেও ঝলসে উঠছে খিলজির হিংস্রতা