নিজস্ব প্রতিবেদন- রণবীর সিংয়ের ৩৬ তম জন্মদিন। স্ত্রী দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রামে তাঁর ও রণবীরের একটা পুরনো মজার ভিডিয়ো শেয়ার করলেন। যশরাজ মুখাটের ভাইরাল ম্যাশ আপ 'তুয়ারা কুট্টা টমি' গানের সঙ্গে ক্রমাগত নেচেই চলেছেন দম্পতি। মজার এই ভিডিয়োতে রণবীর বিগ বস ১৩ প্রতিযোগী শেহনাজ গিলের ডায়লগ বলেছেন, 'মেরি কোই ফিলিং নেহি হ্যায়'। তবু তাঁকে বিরক্ত করার জন্য তাঁকে ঘিরে ঘিরে নেচে চলেছেন দীপিকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


ভিডিয়োটি শেয়ার করে দীপিকা লিখেছেন, 'যেহেতু আজ তোমার জন্মদিন আর তুমি আমার সবথেকে প্রিয়, তাই আমি তোমার কথা মেনে নিলাম। শুনে নাও, তুয়ারা কুট্টা ইজ টমি, আর সাডা কুট্টা ইজ কুট্টা। শুভ জন্মদিন'। নেটিজেনরা এই ভিডিও দেখে হেসেই কুটোপাটি। দম্পতির উপর একরাশ ভালোবাসা উজাড় করে দিয়ে বলেছেন, 'আপনাদের মত মজার কাপল খুবই বিরল'।


আরও পড়ুন: বলিউডের Befikre-র ৩৬ পা, জন্মদিনে জানুন Ranveer-এর অজানা কাহিনি


পাগলামির শেষ এখানেই নন। এবার আসরে অর্জুন কাপুর। রণবীর সিংয়ের GUCCI প্রীতির কথা সবাই জানেন। সেই ব্র্যান্ডের পোশাক পরেই তাঁর ফেভারিট 'বাবা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বন্ধু অর্জুন কাপুর। 


 



 


জন্মদিনের সকালটাই অবশ্য বিশেষ ছিল রণবীরের জন্য। তাঁর জন্মদিনেই পরিচালক করণ জোহর ঘোষণা করলেন তাঁর নতুন ছবি 'রকি অওর রানি কি প্রেম কহানি'। এই ছবিতে রণবীর প্রথম কাজ করবেন ধর্মেন্দ্রের সঙ্গে। সেইদিকেই তাকিয়ে রয়েছেন অভিনেতা।