নিজস্ব প্রতিবেদন : 'রামলীলা', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত', সঞ্জয়লীলা বনশালির (Sanjay Leela Bhansali) একের পর এক ছবিতে জুটি বেঁধে সাফল্যের মুখ দেখেছেন রণবীর-দীপিকা জুটি। অপেক্ষা ছিল বনশালির 'বৈজু বাওরা' (Baiju Bawra) ছবিতে আবারও একবার 'দীপবীর' জুটির নাম ঘোষণার। তবে নাহ, তেমনটা হচ্ছে না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'বৈজু বাওরা' (Baiju Bawra) ছবিতে রণবীর সিং (Ranveer Sing) থাকলেও দীপিকাকে (Deepika Padukone) শেষমুহূর্তে ছেঁটে ফেললেন বনশালি। কিন্তু হঠাৎ কেন দীপিকার উপর কোপ পড়ল? সর্বভারতীয় সংবাদ-মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, 'বৈজু বাওরা' (Baiju Bawra) ছবির জন্য দিপ্পি নাকি স্বামী রণবীরের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন। সাফ জানিয়েছিলেন, এক পয়সা বেশিও নয়, কমও নয়, রণবীরকে যা দেওয়া হচ্ছে তাঁকেও তাই দিতে হবে। শুনেই চোখ কপালে ওঠে বনশালির প্রযোজনা সংস্থার। নারী-পুরুষের পারিশ্রমিকে সমতার দাবিতেই নাকি পর্দার 'মস্তানি' এমন দাবি করে বসেছেন। এমনিতেই রণবীরের পারিশ্রমিক বেশ চড়া, সেই টাকা দীপিকাকেও দিতে হলে ছবির বাজেট যে এক লাফে অনেকটা বেড়ে যাবে! অগত্যা দিপ্পিকে ছেঁটে ফেলেন বনশালি (Sanjay Leela Bhansali)। 


আরও পড়ুন- Tokyo Olympics 2020:সোনার ছেলে Neeraj Chopra-কে টুইটারে শুভেচ্ছা বলি তারকাদের


জানা যায়, রণবীর (Ranveer Sing) এই মুহূর্তে ফিল্ম প্রতি প্রায় ৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন। তবে বনশালির 'বৈজু বাওরা' (Baiju Bawra) ছবির জন্য রণবীরকে ঠিক কত টাকা দেওয়া হচ্ছে, তা অবশ্য স্পষ্ট নয়। এখন প্রশ্ন দীপিকা বাদ পড়ায় 'বৈজু বাওরা' (Baiju Bawra) ছবিতে রণবীর সিং-র বিপরীতে ঠিক কাকে বেছে নেবেন পরিচালক?


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)